Realme C21Y ফোনের দামে আসছে পরিবর্তন, নতুন মূল্য কত হতে পারে দেখে নিন

চলতি বছরের আগস্ট মাসের শেষের দিকে ভারতে লঞ্চ হয়েছিল Realme C21Y। এই ফোনের দাম শুরু হয়েছিল ৯,০০০ টাকা থেকে। তবে আত্মপ্রকাশের তিনমাস পর শোনা যাচ্ছে, হ্যান্ডসেটটির দাম বাড়তে চলেছে। টিপস্টার মুকুল শর্মা জানিয়েছে, চলতি সপ্তাহে Realme C21Y স্মার্টফোনের দাম বাড়তে পারে। যদিও ঠিক কবে থেকে ফোনটি মূল্যবৃদ্ধির শিকার হবে তা তিনি বলেননি। ফিচারের কথা বললে এই ফোনে পাওয়া যাবে, এইচডি প্লাস ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও ইউনিসক প্রসেসর।

রিয়েলমি সি২১ওয়াই ফোনের দাম বাড়ছে ভারতে (Realme C21Y to receive a price hike in India soon)

অনুমান করা হচ্ছে, রিয়েলমি সি২ওয়াই ফোনের দাম এক হাজার টাকা বাড়তে পারে। সেক্ষেত্রে এর ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের নতুন দাম হবে ৯,৯৯৯ টাকা এবং ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে ব্যয় করতে হতে পারে ১০,৯৯৯ টাকা।

এই মুহুর্তে, হ্যান্ডসেটটি Flipkart ও realme.com ওয়েবসাইটে তাদের লঞ্চিং প্রাইস অর্থাৎ ৮,৯৯৯ টাকায় (৩ জিবি + ৩২ জিবি) ও ৯,৯৯৯ টাকায় (৪ জিবি+ ৬৪) বিক্রি হচ্ছে।

রিয়েলমি সি২১ওয়াই স্পেসিফিকেশন, ফিচার (Realme C21Y Specifications, Features)

একেবারে বাজেট লেভেলের স্মার্টফোনের থেকে সামান্য উন্নত ফিচারের সাথে এসেছে রিয়েলমি সি২ওয়াই। এতে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি৬১০ প্রসেসর। আন্তর্জাতিক বাজারে যে ক’টি ফোন ইউনিসকের এই প্রসেসরের সাথে এসেছে, এটি তার মধ্যে একটি। রিয়েলমি সি২ওয়াই ফোনে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। সাথে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ১৩ মেগাপিক্সেল ওয়াইড লেন্স ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ২ মেগাপিক্সেল মনোক্রোম লেন্স।

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য Realme C21Y ফোনে উপস্থিত ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই কাস্টম স্কিনে রান করে। ফোনটির কানেক্টিভিটি অপশনে শামিল রয়েছে ডুয়েল সিম, মাইক্রো এসডি কার্ড স্লট, ৩.৫ এমএম হেডফোন জ্যাক ও মাইক্রো ইউএসবি পোর্ট। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি।