Realme C25 আজ সেলে হাজির, ৬০০০ mAh ব্যাটারির এই দুর্দান্ত ফোনের ওপর ৫০০ টাকা ছাড়

Realme C25 আজ প্রথমবার কেনা যাবে। দুপুর ১২ টায় Flipkart ও Realme.com থেকে ফোনটির সেল শুরু হবে। এই মাসের শুরুতেই Realme C20, Realme C21 এর সাথে এই ফোনটি লঞ্চ হয়েছিল। এর দাম শুরু হয়েছে ১০,০০০ টাকা থেকে। রিয়েলমি সি ২৫ ফোনে আছে শক্তিশালী ব্যাটারি, মিডিয়াটেক প্রসেসর ও ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে।

Realme C25 এর দাম ও অফার

রিয়েলমি সি ২৫ এর দাম রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা। এই মূল্য ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের। আবার এর ৪ জিবি র‌্যাম ও ১২৯ জিবি স্টোরেজের দাম ১০,৯৯৯ টাকা। ফোনটি ওয়াটারি ব্লু ও ওয়াটারি গ্রে হিউ কালারে এসেছে।

সেল উপলক্ষ্যে ফ্লিপকার্টে ICICI ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারকারীরা Realme C25 এর ওপর ৫০০ টাকা ছাড় পাবেন। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের ৫ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হবে। ফোনটি নো কস্ট ইএমআই এও কেনা যাবে।

Realme C25 এর স্পেসিফিকেশন

রিয়েলমি সি ২৫ ফোনের মূল আকর্ষণ ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটি ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে সহ এসেছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউ আই ২.০ কাস্টম ওএসে চলবে। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসর।

সিকিউরিটির জন্য Realme C25 ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক উপলব্ধ। ক্যামেরার কথা বললে, এই ফোনের সামনে আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরারগুলি হল ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেল ব্ল্যাক এন্ড হোয়াইট লেন্স।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন