ফ্যানদের সুখবর দিল Oppo, বন্ধ করছে না ফোল্ডেবল ফোন তৈরি

বাংলায় একটা প্রবাদ আছে, যেখানে ধোঁয়া সেখানেই আগুন। অর্থাৎ কোনো গুজব রটলে সম্ভাবনা আছে তা কিছুটা হলেও সত্যি হবে। তবে সব পরিপ্রেক্ষিতে এই কথা কিন্তু খাটে না। আসলে হালফিলে কানাঘুষো শোনা যাচ্ছিলো, নামজাদা কয়েকটি চীনা ব্র্যান্ড ২০২৪ সাল থেকে ফোল্ডেবল স্মার্টফোন নির্মাণের কাজ বন্ধ করতে পারে। এই তালিকায় সামিল ছিল Oppo -এর নামও। খবর পাওয়া যাচ্ছিলো, ডিভাইসগুলি মেরামতে অধিক খরচ বহন করতে হচ্ছিলো বলে এমন সিদ্ধান্ত নিতে চলেছে উক্ত সংস্থাটি। তবে সম্প্রতি Oppo একটা অফিসিয়াল নোটিস জারি করে নিশ্চিত করেছে যে – এই খবর সম্পূর্ণ মিথ্যা, গুজব ছাড়া আর কিছুই নয়। তারা ফোল্ডেবল হ্যান্ডসেট লঞ্চ করার কাজ চলমান রাখবে।

ফোল্ডেবল স্মার্টফোনের বাজার থেকে সরে আসছে না Oppo

এই বিষয়ে ওপ্পো সংস্থার এক মুখপাত্র মন্তব্য করেছেন – “ধারাবাহিকভাবে ফোল্ডেবল স্মার্টফোন বিকাশের যে প্রতিশ্রুতি দিয়েছিল ওপ্পো, তা এখনো অপরিবর্তিত রয়েছে। আপকামিং প্রোডাক্টের ঘোষণা সম্পর্কে অবগত থাকতে অনুগ্রহ করে আমাদের অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করুন।”

এক্ষেত্রে আশা করা হচ্ছে খুব শীঘ্রই সংস্থাটি একগুচ্ছ নতুন ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে চলেছে ভারত সহ বিশ্ববাজারে। আসন্ন ডিভাইসগুলি – ওপ্পো ফাইন্ড এন৪ (Oppo Find N4), এন৪ ফ্লিপ (N4 Flip), এবং ওয়ানপ্লাস ২ (OnePlus Open 2) হতে পারে।

জানিয়ে রাখি, গত বছর বিবিকে ইলেক্ট্রনিক্স (BBK Electronics) অধীনস্ত ওয়ানপ্লাস তাদের প্রথম ফোল্ডেবল ফোন হিসাবে ওয়ানপ্লাস ওপেন (OnePlus Open) লঞ্চ করেছিল। ডিভাইসটি – মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং ভারতের উক্ত নামের সাথে আত্মপ্রকাশ করে। তবে চীন সহ অন্যান্য আঞ্চলিক বাজারে ফোনটি নাম ও ব্র্যান্ড ফেরে মুক্তি পায়। অর্থাৎ মালিক সংস্থাটি তাদের আরেকটি সাব-ব্র্যান্ড ওপ্পো -এর অধীনে ওপ্পো ফাইন্ড এন৩ (Oppo Find N3) নামের সাথে ওয়ানপ্লাস ওপেন মডেলটির রিব্র্যান্ডেড সংস্করণের ঘোষণা করেছিল। ২০২৩ সালে ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ (Oppo Find N3 Flip) -এরও ঘোষণা করা হয়, যা হল একটি উল্লম্বভাবে ভাঁজযোগ্য ফোন।

প্রসঙ্গত ২০২৪ সালের শুরুতেই চীনে Oppo Find X7 এবং Find X7 Ultra স্মার্টফোন উন্মোচন করা হয়েছিল। মনে করা হচ্ছে, ব্র্যান্ডটি আগামী মাসে চীনে Find X7 Ultra মডেলের টু-ওয়ে স্যাটেলাইট কানেক্টিভিটি যুক্ত একটা নয়া ভ্যারিয়েন্টের ঘোষণা করার পরিকল্পনায় আছে। উক্ত মডেলের পাশাপাশি ওপ্পো তাদের হোম মার্কেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট চালিত Oppo K12 এবং Reno 12 সিরিজের ঘোষণা করতে পারে। এছাড়া সংস্থার পক্ষ থেকে সম্প্রতি নিশ্চিত করা হয়েছে যে, আগামী ২৯শে ফেব্রুয়ারি ভারতে Oppo F25 Pro 5G মুক্তি পাচ্ছে।