সবচেয়ে সস্তায় ফোন, টিভি, স্মার্টওয়াচ ও ইয়ারবাডস, দেখে নিন Realme Golden Festival সেলে অফারগুলি

Realme তাদের গ্রাহকদের জন্য ক্রিসমাস উপলক্ষ্যে গত ২০ ডিসেম্বর থেকে একটি নতুন সেল নিয়ে হাজির হয়েছে, যার নাম Realme Golden Festival Sale। সেল চলাকালীন সংস্থার বিভিন্ন স্মার্টফোন, ওয়্যারেবেল, ল্যাপটপ, স্মার্ট টিভি, ট্যাবলেট এবং এআইওটি (AIOT) ডিভাইস সহ নানাবিধ পণ্যে আকর্ষণীয় ছাড় এবং অন্যান্য লোভনীয় অফারের সুবিধা উপভোগ করতে সক্ষম হবেন ক্রেতারা। কোম্পানির ওয়েবসাইট ছাড়াও Amazon এবং Flipkart থেকে আলোচ্য সেলটির ফায়দা ওঠানো যাবে। Realme-র পক্ষ থেকে জানানো হয়েছে যে, চলতি সেলে Realme 9 সিরিজ এবং Realme C30 ফোনের সাথে ৪,৫০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। আবার, Narzo সিরিজের ফোনে ২,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে সক্ষম হবেন ইউজাররা। এছাড়া, Realme Golden Festival Sale-এ সংস্থাটি এআইওটি পণ্যে ৫,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। আসুন, চলতি সেলে দুর্দান্ত ছাড়ে কেনা যাবে, এমন কয়েকটি প্রোডাক্টের কথা জেনে নেওয়া যাক।

Realme Golden Festival Sale-এ অতিশয় সস্তায় কিনে নিন এই সকল প্রোডাক্ট

Realme Narzo 50

সমস্ত অফারকে একজোট করলে রিয়েলমির এই বাজেট ফোনটি গোল্ডেন ফেস্টিভ্যাল সেলে ১০,৯৯৯ টাকায় কেনা যাবে। অ্যামাজন বা রিয়েলমির ওয়েবসাইট থেকে এই ফোনটি খরিদ করতে পারবেন গ্রাহকরা। ডিভাইসটিতে রয়েছে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, মিডিয়াটেক হেলিও জি৯৬ (MediaTek Helio G96) প্রসেসর এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি।

Realme Pad Mini

সেল চলাকালীন ১,০০০ টাকা ছাড়ের সৌজন্যে রিয়েলমি প্যাড মিনি-র ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ওয়াই-ফাই ভ্যারিয়েন্টটি ৮,৯৯৯ টাকায় কেনা যাবে। ফ্লিপকার্ট এবং রিয়েলমির ওয়েবসাইটে এই অফারটিকে উপলব্ধ করা হয়েছে। 

Realme C30

চলতি সেলে রিয়েলমি সি৩০-এর ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টটি ফ্লিপকার্ট থেকে মাত্র ৫,৭৪৯ টাকায় কিনতে পারবেন গ্রাহকরা। হ্যান্ডসেটটিতে রয়েছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, ইউনিসক টি৬১২ (Unisoc T612) প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

Realme Buds Q2

৫০০ টাকা ছাড়ের সুবাদে বর্তমানে ফ্লিপকার্ট থেকে রিয়েলমি বাডস কিউ২ কিনতে হলে ইউজারদের ১,৯৯৯ টাকা খরচ করতে হবে। ডিভাইসটি আইপিএক্স৫ (IPX5) রেটিংপ্রাপ্ত হওয়ায় এটি সম্পূর্ণভাবে জল এবং ধুলো প্রতিরোধী। তদুপরি, কানেক্টিভিটির জন্য এতে ব্লুটুথ ৫.২-এর সাপোর্ট দেওয়া হয়েছে।

Realme Watch S

গোল্ডেন ফেস্টিভ্যাল সেল চলাকালীন রিয়েলমি ওয়াচ এস কিনতে হলে খরচ পড়বে ৪,৪৯৯ টাকা। এতে রয়েছে ১.৩ ইঞ্চি আইপিএস এলসিডি স্ক্রিন। আবার, ডিভাইসটিতে বিদ্যমান সেন্সরের সাহায্যে হৃদযন্ত্রের হার এবং ব্লু অক্সিজেন স্যাচুরেশনও পরিমাপ করা যায়।