Realme GT 2 সিরিজ এবং Realme Narzo 50 শীঘ্রই ভারতে লঞ্চ হবে, নিশ্চিতবার্তা রিয়েলমি ইন্ডিয়ার CEO মাধব শেঠের

রিয়েলমি এবছর ভারতীয় ফ্যানদের জন্য তাদের অনেকগুলি স্মার্টফোন এদেশের বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি চীনা সংস্থাটি ঘোষণা করেছে, ভারতে আগামী ১৬ ফেব্রুয়ারি আসন্ন Realme 9 Pro লাইনআপের ওপর থেকে পর্দা সরানো হবে। এই সিরিজের অধীনে Realme 9 Pro এবং Realme 9 Pro+ মডেল দুটি বাজারে পা রাখবে। আর এবার এই ঘোষণার পাশাপাশি জানা গেল, শীঘ্রই সংস্থাটি Realme Narzo 50 ও Realme GT 2 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন এদেশের বাজারে লঞ্চ করবে৷ এই সম্পর্কে নিশ্চিতবার্তা দিয়েছেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট ও ভারতে রিয়েলমির সিইও মাধব শেঠ স্বয়ং।

Realme ভারতে নিয়ে আসছে ফ্ল্যাগশিপ স্মার্টফোন

রিয়েলমি ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে অনুষ্ঠিত “আস্ক মাধব”(#Ask Madhav)-এর সাম্প্রতিক পর্বে সংস্থার ভাইস প্রেসিডেন্ট মাধব শেঠ জানিয়েছেন ভারতের বাজারেও শীঘ্রই আসছে রিয়েলমি জিটি ২ ফ্ল্যাগশিপ সিরিজ ও রিয়েলমি নার্জো ৫০ । যদিও তিনি এই ফোনগুলির লঞ্চের দিনক্ষণ সম্পর্কে বিস্তারিত ভাবে কিছু জানাননি।

Realme GT 2 সিরিজের অধীনে দুটি ফোন আসবে বলে শোনা যাচ্ছে, এগুলি হল – Realme GT 2 এবং Realme GT 2 Pro। আর অন্যদিকে Realme Narzo 50 সিরিজে আসতে পারে Realme Narzo 50, Narzo 50A Prime, এবং Narzo 50 Pro- এই তিনটি ফোন৷

রিয়েলমি জিটি ২ সিরিজ স্পেসিফিকেশনস (Realme GT 2 Series Spesifications)

গত মাসে চীনের বাজারে লঞ্চ হওয়া রিয়েলমি জিটি ২ সিরিজে দুটি ফোন রয়েছে। ফ্ল্যাগশিপ রিয়েলমি জিটি ২ প্রো ফোনে ৬.৭ ইঞ্চির স্যামসাং OLED পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন ৩,২১৬ x ১,৪৪০ পিক্সেল এবং ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস ভিকটাস দ্বারা সুরক্ষিত। এছাড়া, এই ডিসপ্লেটি অফার করে ১,৪০০ নিট পিক ব্রাইটনেস। রিয়েলমি জিটি ২ প্রো ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর এবং এটি অ্যান্ড্রয়েড ১২ নির্ভর রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) কাস্টম স্কিনে রান করে।

Realme GT 2 Pro ফোনে ব্যাক প্যানেলের ট্রিপল ক্যামেরা ইউনিটের মধ্যে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ সেন্সর, ১৫০ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা এবং ৪০× ম্যাগনিফিকেশন সহ ৩ মেগাপিক্সেলের মাইক্রোস্কোপ ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের পাঞ্চ-হোলের ভিতরে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। Realme GT 2 Pro-এ পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

অন্যদিকে, Realme GT 2 ফোনে রয়েছে ৬.৬২ ইঞ্চির ফুল-এইচডি+ AMOLED পাঞ্চ-হোল ডিসপ্লে। এটির সর্বোচ্চ রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ১,৩০০ নিট। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট এবং ফোনটি অ্যানড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) কাস্টম স্কিনে রান করে। এছাড়া, Realme GT 2 মডেলটির বাকি স্পেসিফিকেশনগুলি ‘প্রো’ ভ্যারিয়েন্টের মতোই।

রিয়েলমি নার্জো ৫০- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Realme Narzo 50 Expected Specifications)

পূর্বে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি নার্জো ৫০ ফোনে থাকতে পারে ৬.৫২ ইঞ্চির ডিসপ্লে। এই ফোনে দেওয়া হতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০ প্রসেসর এবং ফোনটি ৬ জিবি র‍্যাম সহ আসতে পারে।

ফটোগ্রাফির জন্য, Realme Narzo 50 ফোনের ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং দুটি ২ মেগাপিক্সেলের সেন্সর অন্তর্ভুক্ত থাকতে পারে। এছাড়া, ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকতে পারে। সর্বোপরি,Realme Narzo 50 হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপের জন্য শক্তিশালী ৫,০০০এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।