Realme GT 2 Explorer Master Edition নিয়ে জল্পনার অবসান, লঞ্চ হচ্ছে আগামী 12 জুলাই

Realme তাদের ঘরোয়া মার্কেটে Realme GT 2 Explorer Master Edition নামের একটি নতুন স্মার্টফোনকে আগামী ১২ই জুলাই আনুষ্ঠানিকভাবে লঞ্চ করতে চলেছে বলে ঘোষণা করলো। আসন্ন মডেলটি সংস্থার প্রথম স্মার্টফোন হবে, যাতে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ (Snapdragon 8+ Gen 1) এসওসি থাকবে। জানিয়ে রাখি, বিদ্যমান স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেটের আপগ্রেডেড ভার্সন হিসাবে গত মে মাসে এই লেটেস্ট প্রসেসরকে ঘোষণা করা হয়েছিল। যাইহোক, আলোচ্য হ্যান্ডসেটকে সম্প্রতি একাধিক সার্টিফিকেশন সাইটে উপস্থিত হতে দেখা গেছে। যার থেকে জানা যাচ্ছে এতে, একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১০০ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজির মতো ফিচার বিদ্যমান থাকবে।

শেনঝেন ভিত্তিক টেক সংস্থাটি আজ মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo) -তে জানিয়েছে যে, Realme GT 2 Explorer Master Edition স্মার্টফোনকে ভারতীয় সময় অনুসারে আগামী ১২ই জুলাই সকাল ১১.৩০টা নাগাদ লঞ্চ করে দেওয়া হবে। একই সাথে, গত বছরের জুলাই মাসে আত্মপ্রকাশ করা Realme GT Explorer Master Edition স্মার্টফোনের উত্তরসূরি হিসাবে আসন্ন মডেলটিকে নিয়ে আসা হবে বলেও জানা গেছে।

চলতি বছরের মে মাসে কোয়ালকম তাদের লেটেস্ট ‘স্ন্যাপড্রাগন ৮+ জেন ১’ চিপসেট লঞ্চ করেছিল। যার কিছু সময়ে পরেই, রিয়েলমি সংস্থার প্রতিষ্ঠাতা তথা সিইও স্কাই লি (Sky Li) দাবি করেছিলেন যে, রিয়েলমি জিটি ২ এক্সপ্লোরার মাস্টার এডিশন স্মার্টফোনটি হবে কোয়ালকমের লেটেস্ট ফ্ল্যাগশিপ চিপসেটের সাথে আসা প্রথম স্মার্টফোনগুলির মধ্যে একটি।

Realme GT 2 Explorer Master Edition স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রিয়েলমি জিটি ২ এক্সপ্লোরার মাস্টার এডিশনকে সম্প্রতি চীনের TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে RMX3551 মডেল নম্বর সহ উপস্থিত হতে দেখা গেছে। সার্টিফিকেশন সাইটটির মাধ্যমে এই আসন্ন ফোনের কয়েকটি মুখ্য স্পেসিফিকেশনও সামনে এসেছে। লিস্টিং অনুসারে এতে – একটি ৬.৭ ইঞ্চির UHD+ (১,০৮০x২,৪১২ পিক্সেল) AMOLED ডিসপ্লে, ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ থাকতে পারে। আর, গত এপ্রিল মাসে লঞ্চ হওয়া Realme GT Neo 3 -এর অনুরূপ বাহ্যিক ডিজাইন দেখা যেতে পারে রিয়েলমির এই আপকামিং স্মার্টফোনে।

এছাড়া, Realme GT 2 Explorer Master Edition ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই ক্যামেরাগুলি সম্ভবত – ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল তৃতীয় সেন্সর হবে। এটিকে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে TENNA সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত করা হয়েছে।

TENAA ছাড়াও, ‘কম্পালসারি সার্টিফিকেশন অফ চীন’ ওরফে 3C বা CCC ওয়েবসাইটেও অনুরূপ মডেল নম্বরের (RMX3551) সাথে স্পট করা হয়েছে রিয়েলমি জিটি ২ এক্সপ্লোরার মাস্টার এডিশন স্মার্টফোনকে। এখানে, উক্ত মডেলে ১০০ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলোজি সাপোর্ট করবে বলে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী রিয়েলমি জিটি এক্সপ্লোরার মাস্টার এডিশনের ২,০০০,০০০ ইউনিট বিক্রি করা হয়েছে বলে গত সপ্তাহে দাবি করেছিল রিয়েলমি। যদিও এই মডেলটিকে এখনো ভারতে উপলব্ধ করা হয়নি। ফলে উত্তরসূরিকে আদৌ এদেশে লঞ্চ করা হবে কিনা, তা এখনো নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।

Subheccha Das Poddar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

9 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

9 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

10 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

12 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

12 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

13 hours ago