Realme GT 2 Pro ফোনের ছবি ফাঁস, জেনে নিন সমস্ত স্পেসিফিকেশন

রিয়েলমির ফ্ল্যাগশিপ ফোন Realme GT 2 Pro নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছে। এই ফোনটিই রিয়েলমির প্রথম আল্ট্রা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন হিসেবে বাজারে পা রাখবে বলে জানা গেছে। তাই স্বাভাবিক ভাবেই গোটা প্রযুক্তিমহলের নজর রয়েছে এই ফোনের ওপর। শোনা যাচ্ছিল, আগামী ২০ ডিসেম্বর Realme GT 2 Pro ফোনটির ওপর থেকে পর্দা সরাবে সংস্থা। তবে পরে দেখা যায় যে রিয়েলমি তাদের এই ফোনের তিনটি নতুন ফিচার প্রকাশ্যে আনে ওইদিন। আর এখন সংস্থার তরফে নিশ্চিত করে জানানো হল Realme GT 2 Pro ফোনের লঞ্চের দিনটি। আগামী বছর ৪ জানুয়ারি এই ফোনটি লঞ্চ করা হবে বলে জানিয়েছেন সংস্থা। তার সঙ্গে রিয়েলমির তরফে সামনে আনা হয়েছে Realme GT 2 Pro ফোনের প্রমোশনাল টিজারও। যার থেকে এই ফোনের ডিজাইন সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়া যাচ্ছে।

Realme GT 2 Pro -এর দুর্দান্ত ডিজাইন প্রমোশনাল টিজার প্রকাশ্যে এল

ফ্যাশন ম্যাগাজিন ভ্যোগ ইতালি (VOGUE Italy) রিয়েলমি জিটি ২ প্রো ফোনটিকে ফিচার করেছে। সেই লাইভ ইমেজ থেকে প্রকাশ্যে এসেছে এই ফোনের স্টাইলিশ রিয়ার প্যানেলের ডিজাইনটি। জাপানের বিখ্যাত ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার নাওটো ফুকাসাওয়ার (Naoto Fukasawa) সহযোগিতায় রিয়েলমি জিটি ২ প্রো স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে।

সাদা কাগজ থেকে অনুপ্রেরণা নিয়ে Realme GT 2 Pro ফোনের ব্যাক প্যানেলের ডিজাইন করা হয়েছে। তাই এটিকে বলা হচ্ছে পেপার টেক মাস্টার ডিজাইন, যা এই ফোনকে দিয়েছে নান্দনিকভাবে প্রিমিয়াম লুক। এছাড়াও জানা গেছে, Realme GT 2 Pro স্মার্টফোনে দেখা যাবে পৃথিবীর সর্বপ্রথম জৈব পদার্থ নির্মিত ডিজাইন। রিয়েলমি জানিয়েছে, এই ফোনের পিছনের কভারে পরিবেশ-বান্ধব বায়ো-পলিমার উপাদান ব্যবহার করা হয়েছে।

এদিকে Realme GT 2 Pro-এর টিজার থেকে জানা গেছে, এই ফোনে দেখা যাবে ট্রিপল ক্যামেরা মডিউল। যার মধ্যে থাকবে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, পৃথিবীর সর্বপ্রথম ১৫০ ডিগ্রির ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও একটি টেলিফটো লেন্স। রিয়েলমির এই ফ্ল্যাগশিপ ফোনের ক্যামেরা বাম্পের ভেতর ডুয়েল এলইডি ফ্ল্যাশও লাইটও দেওয়া হবে।

প্রসঙ্গত, আইটি হোমের (ITHome) একটি রিপোর্ট থেকে আসন্ন Realme GT 2 Pro ফোনের স্পেসিফিকেশন সম্পর্কিত তথ্য সামনে এসেছে। এই রিপোর্টে বলা হয়েছে, রিয়েলমির প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনটিকে দেখতে পাওয়া গিয়েছে একটি ই-কমার্স সাইটে। সেখান থেকে এই ফোনের প্রধান স্পেসিফিকেশনগুলি প্রকাশ্যে এসেছে। Realme GT 2 Pro ফোনে থাকতে পারে হাই রিফ্রেশ রেট যুক্ত ৬.৫১ ইঞ্চির ফুল এইচডি+ সুপার OLED ডিসপ্লে। ডিসপ্লের ভিতরে এম্বেড করা থাকতে পারে এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি। Realme GT 2 Pro ফোনে ব্যবহার করা হতে পারে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনটি রান করতে পারে অ্যান্ড্রয়েড ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ কাস্টম স্কিনে। এছাড়াও Realme GT 2 Pro ফোনে দেখা যাবে নতুন অ্যান্টেনা অ্যারে ম্যাট্রিক্স সিস্টেম (Antenna Array Matrix System), যা এই ফোনের কানেক্টিভিটি ফিচারগুলিকে শক্তিশালী করবে।