ভুলেও ক্লিক করবেন না সরকার কে ডোনেশন দেওয়ার এই WhatsApp মেসেজের লিংকে

হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তার সুযোগ নিয়ে প্রতারকরা এখন এই প্ল্যাটফর্মের মাধ্যমেই প্রতারণার জাল বিস্তারের চেষ্টা চালাচ্ছে। গত কালই আমরা WhatsApp ওটিপি স্ক্যামের কথা জানিয়েছি। এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আরও একটি প্রতারণার খবর সামনে এল। করোনা পরিস্থিতি মোকাবিলা করতে অনেক স্বেচ্ছাসেবী সংস্থার পাশাপাশি সরকারও ডোনেশন গ্রহণের ব্যবস্থা করেছিল। এই সুযোগকে কাজে লাগাচ্ছে প্রতারকরা। WhatsApp-এ ডোনেশন গ্রহণের নাম করে তারা এমন একটি লিংক পাঠাচ্ছে যেখানে ক্লিক করলে আপনি বিপদে পড়তে পারেন। আসুন জেনে নিই কিভাবে প্রতারকা সরকারের নামে নিজেদের কার্যসিদ্ধি করছে।

WhatsApp-এ বর্তমানে একটি ফেক মেসেজ ভাইরাল হয়েছে, যেখানে বলা হচ্ছে যে সরকার ১৮ বছরের বেশি বয়সের নাগরিকদের কাছ থেকে ১.৩০ লাখ টাকার ফান্ড সংগ্রহের আদেশ দিয়েছে। এই মেসেজের সঙ্গে একটি লিংক দেওয়া হয়েছে যেখানে ক্লিক করে দাতার যোগ্যতা যাচাই করতে বলা হচ্ছে। তবে সাবধান! এই লিংকে ক্লিক করলেই আপনার জরুরি তথ্য চলে যেতে পারে হ্যাকারদের হাতে। কারণ ফ্যাক্ট চেকিং সংস্থা PIB এই মেসেজটি পরীক্ষা করে জানিয়েছে, এরকম কোন অনুরোধ সরকারের তরফে করা হয়নি এবং মেসেজটি সম্পূর্ণ ভুয়ো।

বস্তুত, এধরনের বহু লিংক WhatsApp-এ মাঝে মধ্যে ঘোরাফেরা করে। লিংকে ক্লিক করলেই আপনার ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্য-সহ অন্যান্য ব্যক্তিগত তথ্য চলে যেতে পারে হ্যাকারদের হাতে। তাছাড়া অনেক সময়ই এই ধরনের লিংকের মাধ্যমে কোন ম্যালওয়্যার আপনার ফোনে ডাউনলোড হয়ে যেতে পারে। এই ম্যালওয়্যার আপনার ফোন থেকে ব্যাংকের তথ্য, UPI-এর তথ্য ইত্যাদি সংগ্রহ করে ফেলতে পারে।

সম্প্রতি এরকম আরেকটি ফেক মেসেজ WhatsApp-এ ঘোরাফেরা করছিল। যেখানে বলা হচ্ছিলো যে ভারত সরকার সবাইকে বিনামূল্যে সোলার প্যানেল দেবে। এর জন্য একটি ফর্ম পূরণ করতে বলা হচ্ছিল এবং একটি লিংক দেওয়া হয়েছিল। যদিও PIB তৎক্ষণাৎ জানিয়ে দিয়েছিল যে সরকারের তরফ থেকে এমন কোন প্রকল্প চালু করা হয়নি। মেসেজটি ছিল সম্পূর্ণ ভুয়ো।