Realme GT 2 Pro হবে প্রবল শক্তিশালী ফোন, Snapdragon 8 Gen 1 SoC প্রসেসর সহ দেখা গেল AnTuTu সাইটে

Realme- এর নতুন ফ্লাগশিপ ডিভাইস Realme GT 2 Pro খুব শীঘ্রই লঞ্চ হতে পারে। কয়েক মাস ধরেই এই ফোনটি চার্চায় রয়েছে। আবার সম্প্রতি চীনা বেঞ্চমার্কিং সাইট AnTuTu- তে স্মার্টফোনটিকে দেখা গেছে। এই বেঞ্চমার্কিং সাইটে অসাধারণ স্কোর করে নজর কেড়েছে Realme GT 2 Pro। রেকর্ড ভেঙে ১ মিলিয়ন বা ১০ লক্ষ স্কোরের মার্ক টপকে গেছে Realme- এর এই নয়া ফোনটি। বেঞ্চমার্ক সাইট থেকে জানা গেছে, Realme GT 2 Pro ফোনে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 8 Gen 1 SoC প্রসেসর।

উল্লেখ্য, Realme GT 2 Pro ফোনটির মডেল নম্বর আগেই প্রকাশ্যে এসেছিল – RMX3301। তবে জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ( Digital Chat Station) এখন AnTuTu বেঞ্চমার্কিং সাইটে ভিন্ন মডেল নম্বর সহ রিয়েলমি-এর ফোনটির ১ মিলিয়ন স্কোরের মার্ক পেরোনোর (১০,২৫,২১৫ স্কোর) একটি স্ক্রিনশট মাইক্রোব্লগিং সাইট Weibo – তে শেয়ার করেছে। এখানে যে মডেল নম্বর দেখা গেছে সেটা হল, RMX3300। ফলে এই মডেলটি রিয়েলমি জিটি ২ প্রো- এরই একটি ভ্যারিয়েন্ট বলে অনুমান করা হচ্ছে। অর্থাৎ রিয়েলমি জিটি ২ প্রো একাধিক ভ্যারিয়েন্টে বাজারে আসতে পারে। ইতিমধ্যেই এই ফোনটির দাম ও গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে।

রিয়েলমি জিটি ২ প্রো- এর সম্ভাব্য দাম (Realme GT 2 Pro Expected Price)

চলতি মাসে কিছুদিন আগে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছিলেন, রিয়েলমি জিটি ২ প্রো- এর আনুমানিক মূল্য হতে পারে ৪,০০০ ইউয়ান (আনুমানিক ৪৬,৮০০ টাকা) এবং এই ফোনটির স্পেশাল এডিশনটির দাম সম্ভবত হতে পারে ৫,০০০ ইউয়ান ( আনুমানিক ৫৮,৫০০ টাকা)। যদিও রিয়েলমি-র তরফ থেকে জিটি ২ প্রো- এর দামের বিষয়ে কিছু জানানো হয়নি।

রিয়েলমি জিটি ২ প্রো- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Realme GT 2 Pro Expected Specifications)

গত সপ্তাহে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, Realme GT 2 Pro ফোনে থাকবে ৬.৫১ ইঞ্চির হাই রিফ্রেশ রেট যুক্ত ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের পিক্সেলের ঘনত্ব ৪০৪ পিপিআই ও এসপেক্ট রেশিও‌ ২০:৯। পূর্বে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছিল, এই ফোনে থাকবে স্নাপড্রাগন ৮৮৮ এসওসি, যা এখন স্নাপড্রাগন ৮ জেন ১ এসওসি নামে আসবে বলে শোনা যাচ্ছে।

ফটোগ্রাফির জন্য এই ফোনটির ব্যাকপ্যানেলে অপটিক্যাল ইমেজ স্টেবিলিসেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনটির সামনে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর।

Realme GT 2 Pro ফোনে পাওয়ায় ব্যাকআপের জন্য থাকবে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০এমএএইচ ব্যাটারি। কানেক্টিভিটি অপশনে সামিল থাকবে ওয়াইফাই ৬ , ব্লুটুথ ভি ৫.২ প্রভৃতি।