অবশেষে আসছে Realme GT 5G গ্লোবাল মার্কেটে, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

চলতি মাসের শুরুতেই Realme-র ভারতীয় ও ইউরোপ শাখার সিইও মাধব শেঠ ঘোষণা করেন যে, চীনা সংস্থাটি দু মাসের মধ্যে দুটি Realme GT ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্লোবাল…

চলতি মাসের শুরুতেই Realme-র ভারতীয় ও ইউরোপ শাখার সিইও মাধব শেঠ ঘোষণা করেন যে, চীনা সংস্থাটি দু মাসের মধ্যে দুটি Realme GT ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ করবে। এর মধ্যে জুনে, Realme, GT সিরিজের 5G পারফরম্যান্স ফোনটিকে গ্লোবাল মার্কেটে আনবে বলেও তিনি ওই সময় জানিয়েছিলেন। স্বাভাবিকভাবেই আসন্ন ফোনটিকে নিয়ে বিগত কয়েকদিন ধরে জল্পনা-কল্পনা চলছে। তবে আজ সমস্ত নীরবতা ভেঙে Realme নিজেই এই Realme GT 5G ফোনের গ্লোবাল লঞ্চের দিনক্ষণ প্রকাশ করেছে। সংস্থার আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, আগামী ১৫ই জুন দুপুর ১টায় বিশ্ববাজারে পা রাখতে চলেছে রিয়েলমি জিটি ৫জি।

এক্ষেত্রে, আজ দুপুরে Realme UK-এর অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে সংস্থাটি একটি পোস্ট করেছে যাতে Realme GT 5G ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বিশ্বব্যাপী লঞ্চের সময়সূচী জানা গিয়েছে। এমনকি ওই টুইটে আকর্ষণীয় একটি পোস্টারের সাথে Realme, আসন্ন লঞ্চ ইভেন্টের লাইভ স্ট্রিম লিঙ্কটিও শেয়ার করেছে। যদিও সেখানে স্মার্টফোনটির দাম বা স্পেসিফিকেশন সম্পর্কে কিছুই উল্লেখ করা হয়নি। তবে যেহেতু গত মার্চে রিয়েলমি জিটি ৫জি ফোনটি সংস্থার দেশীয় বাজার অর্থাৎ চীনে লঞ্চ হয়েছে, তাই এটির স্পেসিফিকেশন একেবারেই অজানা নয়। মনে করা হচ্ছে, ফোনের গ্লোবাল ভার্সনটিতেও কমবেশি একইরকম ফিচার থাকবে।

https://twitter.com/realmeUK/status/1402188651312844803

Realme GT 5G-এর স্পেসিফিকেশন (চীনা ভার্সন)

এই শক্তিশালী ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে; ডিসপ্লে প্যানেলে ফ্রন্ট ক্যামেরার জন্য রয়েছে পাঞ্চ-হোল কাটিং। এছাড়া এটিতে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশনও বিদ্যমান। অন্যদিকে হার্ডওয়্যার ফ্রন্টে, ফোনটিতে ব্যবহার করা হয়েছে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ ৫জি প্রসেসর, সাথে আছে অ্যাড্রেনো ৬৬০ জিপিইউ। আবার GT 5G-তে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ সিস্টেমে চলে। স্মার্টফোনটিতে ক্রেতারা পাবেন ১২ জিবি পর্যন্ত LPDDR5 র‌্যাম এবং ২৫৬ জিবি UFS 3.1 স্টোরেজ।

ফটোগ্রাফির জন্য, রিয়েলমি জিটি ৫জি-তে ৬৪ মেগাপিক্সেলের Sony IMX682 প্রাইমারি সেন্সরযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এর অন্য দুটি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি এবং ভিডিও কলের জন্য থাকছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পাওয়ারের জন্য এটিতে আছে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি এবং ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। সেক্ষেত্রে দামের কথা বললে, আসন্ন ফোনটির প্রাথমিক ভ্যারিয়েন্টের মূল্য ৪৫০ ইউরো (প্রায় ৪০,০০০ টাকা) হবে বলে আশা করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন