realme gt 6 full specifications images leaked via tenaa

বাজার কাঁপাবে Realme GT সিরিজের নয়া ফোন, ছবি থেকে শুরু করে ফাঁস সব ফিচার

গত মাসে রিয়েলমি গ্লোবাল মার্কেটে একটি কার্ভড-এজ ডিসপ্লে ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর সহ রিয়েলমি জিটি ৬ স্মার্টফোনটি উন্মোচন করেছে। ব্র্যান্ডটি আগামী ৯ জুলাই চীনে রিয়েলমি জিটি ৬ লঞ্চ করতে চলেছে। এতে থাকবে ফ্ল্যাট ডিসপ্লে ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপ। এটি এর গ্লোবাল সংস্করণের তুলনায় একটি ভিন্ন ডিভাইস হবে। লঞ্চের আগে, ডিভাইসটি এখন চীনের টেনা সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে অনুমোদন পেয়েছে, যা এর সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং ডিজাইন প্রকাশ করেছে। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

রিয়েলমি জিটি ৬ ফোনের ডিজাইন

আরএমএক্স৩৮০০ মডেল নম্বর সহ রিয়েলমি জিটি৬ ফোনটি টেনা সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। ডেটাবেসে প্রকাশিত ছবিগুলি দেখিয়েছে যে হ্যান্ডসেটটির সামনে ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি মেটাল ফ্রেমের সাথে আসবে। ফোনের পিছনের প্যানেলে একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল রয়েছে, যার ভিতরে একটি ডুয়েল-ক্যামেরা সেটআপ এবং একটি রিং এলইডি ফ্ল্যাশ বিদ্যমান।

রিয়েলমি জিটি ৬ ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রিয়েলমি জিটি ৬ ফোনে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড স্ক্রিন থাকবে। রিপোর্ট অনুসারে, ফোনটি বিওই নির্মিত এস১প্লাস স্ক্রিনের সাথে আসবে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬,০০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। অতিরিক্ত নিরাপত্তার জন্য, এতে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে।

মেমরি ও স্টোরেজের ক্ষেত্রে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর চালিত ফোনটি ৮ জিবি /১২ জিবি / ১৬ জিবি / ২৪ জিবি র‍্যাম বিকল্প সহ চীনে আসবে। এটি ১২৮ জিবি / ২৫৬ জিবি / ৫১২ জিবি / ১ টিবি স্টোরেজ অফার করবে বলে আশা করা হচ্ছে। কোম্পানি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, ডিভাইসটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,৮০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে।

ক্যামেরার ক্ষেত্রে, রিয়েলমি জিটি ৬ হ্যান্ডসেটের পিছনের প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেল লেন্স থাকবে, যা সম্ভবত আল্ট্রাওয়াইড শটের জন্য ব্যবহৃত হবে। অনুমান করা হচ্ছে যে, এই হ্যান্ডসেটে প্রাইমারি ক্যামেরা হিসেবে সনি আইএমএক্স৮৯০ সেন্সরটি থাকবে। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা দেখা যাবে। ফোনটির পরিমাপ ১৬২.০২ x ৭৬.০৭ x ৮.৪৩ মিলিমিটার এবং ওজন ২০৬.৭ গ্রাম হবে। মুন এক্সপ্লোরেশন এডিশন নামে রিয়েলমি জিটি ৬-এর একটি বিশেষ সংস্করণ লঞ্চ হবে, যার অফিসিয়াল ইমেজ কোম্পানির তরফে প্রকাশ করা হয়েছে। এতে একটি গ্লাস ব্যাক এবং অ্যারোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম মিডল ফ্রেম রয়েছে৷