Realme GT Master Edition লঞ্চ হওয়ার আগেই দাম ও স্পেসিফিকেশন জেনে নিন

নজরকাড়া ডিজাইন ও চমৎকার ফিচারের মেলবন্ধন আসছে Realme GT Master Edition স্মার্টফোন। কয়েকদিন ধরেই হ্যান্ডসেটটি নিয়ে বিভিন্ন টুকরো টুকরো তথ্য অনলাইনে ভেসে আসছিল। তবে ৯১মোবাইলস,…

নজরকাড়া ডিজাইন ও চমৎকার ফিচারের মেলবন্ধন আসছে Realme GT Master Edition স্মার্টফোন। কয়েকদিন ধরেই হ্যান্ডসেটটি নিয়ে বিভিন্ন টুকরো টুকরো তথ্য অনলাইনে ভেসে আসছিল। তবে ৯১মোবাইলস, অনলিকস নামে পরিচিত বিখ্যাত টিপস্টার ক্রিস হেমারস্টোফারের সাথে যৌথ উদ্যোগে Realme GT Master Edition-এর খুঁটিনাটি তথ্য প্রকাশ করেছে। স্মার্টফোনটির দাম, স্পেসিফিকেশন, ও ছবি এখন সম্পূর্নরূপে অনাবৃত।

Realme GT Master Edition এর স্পেসিফিকেশন

৯১মোবাইলসের রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি জিটি মাস্টার এডিশন স্মার্টফোনে ৬.৪৩ ইঞ্চির সুপারঅ্যামোলেড ফুল-এইচডি+ ডিসপ্লে থাকবে। স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেটের পাশাপাশি এতে ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। রিয়েলমি ইউআই ২.০ ও অ্যান্ড্রয়েড ১১ ওএস এতে প্রিইন্সলড করা হবে।

ফটোগ্রাফির জন্য রিয়েলমি জিটি মাস্টার এডিশন স্মার্টফোন ট্রিপল ক্যামেরা সেটআপ সহ আসবে- ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স + ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফির জন্য ফোনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। ফোনের ৪,৩০০ এমএএইচ ব্যাটারির জন্য ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।

Realme GT Master Edition এর দাম

রিয়েলমি জিটি মাস্টার এডিশনের ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ইউরোপে ৩৯৯ ইউরো থেকে শুরু হবে, যা ভারতীয় মুদ্রায় ৩৫,৩০০ টাকার সমান। আবার এটির ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ৪৪৯ ইউরো (প্রায় ৩৯,৫০০ টাকা)।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন