Realme GT Neo 3 আজ ভারতে লঞ্চ হচ্ছে, 150W ফাস্ট চার্জিং সাপোর্টের এই ফোনের দাম কত হবে?

Realme GT Neo 3 আজ ভারতে লঞ্চ হচ্ছে। সংস্থার তরফে আয়োজিত একটি লঞ্চ ইভেন্টে এই ফোনের ওপর থেকে পর্দা সরানো হবে। উল্লেখ্য, গতমাসে ফোনটি চীনের আত্মপ্রকাশ করেছিল। আশা করা যায় Realme GT Neo 3 এর ভারতীয় সংস্করণে চীনা সংস্করণের মতো ফিচার থাকবে। সেক্ষেত্রে এতে আমরা এই ফোনে ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পেতে পারি।

Realme GT Neo 3 আজ ভারতে কখন লঞ্চ হবে

আগেই বলেছি রিয়েলমি জিটি নিও ৩ লঞ্চ করার জন্য সংস্থার তরফে একটি ইভেন্টের আয়োজন করা হয়েছে। এই ইভেন্ট দুপুর ১২টা ৩০ থেকে শুরু হবে। এই ইভেন্ট রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট ও সংস্থার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে দেখা যাবে। এছাড়া আপনারা নীচে এম্বেড করা লিঙ্ক থেকেও ইভেন্টটি সরাসরি দেখতে পারবেন।

Realme GT Neo 3 ভারতে সম্ভাব্য দাম

রিয়েলমি জিটি নিও ৩ এর সঠিক দাম এখনও জানা যায়নি। তবে ফোনটির প্রারম্ভিক মূল্য রাখা হতে পারে ২৯,৯৯৯ টাকা। চীনে এই ফোনের দাম শুরু হয়েছে ১৯৯৯ ইউয়ান (প্রায় ২৩,৯০০ টাকা) থেকে। এই মূল্য ছিল ফোনটির ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের।

Realme GT Neo 3 স্পেসিফিকেশন, ফিচার

ফিচারের নিরিখে Realme GT Neo 3 ফোনের সাথে চলতি মাসের শুরুতে চীনে লঞ্চ হওয়া OnePlus Ace এর অনেক মিল দেখা যাবে বলে জল্পনা। উল্লেখ্য, ওয়ানপ্লাসের ফোনটি গতকাল ভারতে OnePlus 10R 5G নামে এসেছে। যাইহোক, রিয়েলমির এই মিড রেঞ্জ ফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যা ১০০০ নিটস ব্রাইটনেস ও ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল, যার কাট আউটের মধ্যে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। এছাড়া Realme GT Neo 3 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে। এই ক্যামেরাগুলি হল অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ৭৬৬ প্রধান সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর।

রিয়েলমির জিটি সিরিজের এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য Realme GT Neo 3 পেতে পারে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ১৫০ ওয়াট আল্ট্রাডার্ট চার্জিং সাপোর্ট করবে। জানিয়ে রাখি, চীনে এই ফোনের আরেকটি, ৫,০০০ এমএএইচ ব্যাটারি + ৮০ ওয়াট আল্ট্রাডার্ট চার্জিং ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল, যদিও ভারতে এই ভ্যারিয়েন্ট পাওয়া যাবে না বলেই মনে হয়।