Realme GT Neo 3 আজ 7 হাজার টাকা ছাড়ে কেনার বিরাট সুযোগ, ৫ মিনিটে চার্জ হবে ৫০ শতাংশ

গত ২৯শে এপ্রিল ভারতে লঞ্চ হয়েছিল Realme GT Neo 3। আর আজ অর্থাৎ ৪ঠা মে উক্ত মডেলটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হয়েছে। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) এবং সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (Realme.com) থেকে ফোনটি কেনা যাবে। বিশেষত্বের কথা বললে, জিটি সিরিজের এই নয়া হ্যান্ডসেটে – ২কে (2K) ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ ৫জি চিপসেট, ৫০ মেগাপিক্সেল মুখ্য সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ১২ জিবি পর্যন্ত র‍্যাম পাওয়া যাবে। আবার গেমারদের জন্য, Realme-র এই ফোনে এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর সাপোর্ট সহ ৪ডি (4D) গেম ভাইব্রেশন ফিচার উপলব্ধ করা হয়েছে। সর্বোপরি এই ডিভাইসটি ১৫০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং টেকনোলজির সাপোর্ট সহ এসেছে, যা ফোনকে মাত্র ৫ মিনিটে ৫০% চার্জ করার ক্ষমতা রাখে বলে সংস্থাটি দাবি করেছে। প্রসঙ্গত এই হ্যান্ডসেটের সাথে একাধিক সেল অফার দেওয়া হচ্ছে। যেমন এই নয়া ফোনটি কেনার ক্ষেত্রে ৭,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, ক্যাশব্যাক, এক্সচেঞ্জ বোনাস, ইএমআই ইত্যাদি বিকল্পের লাভ ওঠাতে পারবেন আপনারা।

Realme GT Neo 3 এর দাম ও সেল অফার

রিয়েলমি জিটি নিও ৩ ফোনের দাম শুরু হয়েছে ৩৬,৯৯৯ টাকা থেকে। এই বিক্রয় মূল্য ফোনটির ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের। আর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে ৩৮,৯৯৯ টাকা। এছাড়া ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত রিয়েলমি জিটি নিও ৩ ফোনের ১৫০ ওয়াট ভ্যারিয়েন্টের দাম ৪২,৯৯৯ টাকা রাখা হয়েছে। এটি – অ্যাসফল্ট ব্ল্যাক, নিট্রো ব্লু ও স্প্রিন্ট হোয়াইট কালারে বেছে নেওয়া যাবে।

অফারের কথা বললে, রিয়েলমি জিটি নিও ৩ ফোনের উভয় স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং ১৫০ ওয়াট ভ্যারিয়েন্টের সাথে নানাবিধ আকর্ষণীয় অফার দেওয়া হচ্ছে। যেমন SBI ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড হোল্ডাররা ফোনটিকে কেনার ক্ষেত্রে ৭,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। আবার Flipkart Axis ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে দেওয়া হবে ৫% ক্যাশব্যাক অফার। পুরোনো মোবাইল পরিবর্তন করে সদ্য আগত রিয়েলমি জিটি নিও ৩ ফোনটি ক্রয় করতে চাইলে আপনারা ১৩,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের লাভ ওঠাতে পারবেন। আর ফুল পেমেন্টের পরিবর্তে কিস্তিতে টাকা শোধ করতে চাইলে ইএমআই অপশন উপলব্ধ থাকছে। সেক্ষেত্রে, ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ অপশনের জন্য যথাক্রমে মাসিক ১,২৬৫ টাকা এবং ১,৩৩৩ টাকার ইএমআই শোধ করতে হবে গ্রাহকদের। আর, ১৫০ওয়াট ভ্যারিয়েন্টের ক্ষেত্রে প্রতি মাসে ১,৪৭০ টাকার ইএমআই দিতে হবে।

প্রসঙ্গত, রিয়েলমির এই নয়া স্মার্টফোনটি খরিদ করার সময়ে আপনারা, ৫,৯৯৯ টাকা দামের Google Nest hub(2nd gen) স্মার্ট স্পিকারকে মাত্র ৪,৯৯৯ টাকায়, ৪,৪৯৯ টাকা দামের Google Nest mini ডিভাইসকে মাত্র ১,৯৯৯ টাকায় এবং ৯,৯৯৯ টাকা দামের Google Pixel Buds A-series TWS ইয়ারফোনকে কেবল ৫,৪৯৯ টাকা খরচ করে কিনে নিতে পারবেন।

Realme GT Neo 3 এর স্পেসিফিকেশন

রিয়েলমি জিটি নিও ৩ ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৭ ইঞ্চির ২কে (2K) ডিসপ্লে আছে, যা এইচডিআর১০+, ডিসি ডিমিং সাপোর্ট এবং ১,০০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল স্টাইল, যার কাট আউটের মধ্যে এফ/২.৪৫ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেল Samsung S5K3P9 ফ্রন্ট সেন্সর উপস্থিত। আবার রিয়েলমি জিটি নিও ৩ ফোনের পিছনে এলইডি (LED) ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান৷ এই ক্যামেরাগুলি হল, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS), ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন (EIS) ও এফ/১.৮৮ অ্যাপারচার সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, ১১৯-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ২ ম্যাক্রো শুটার৷

ফাস্ট পারফরম্যান্সের জন্য Realme GT Neo 3 ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ১২ জিবি পর্যন্ত LPDDR5 র‍্যাম এবং ২৫৬ পর্যন্ত UFS 3.1 স্টোরেজ সহ এসেছে। এই নতুন রিয়েলমি হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) কাস্টম স্কিনে রান করে। তাপ নিয়ন্ত্রণের জন্য এই ফোনে কুলিং সিস্টেম উপস্থিত। তদুপরি, মোবাইল গেম অনুরাগীদের জন্য, রিয়েলমির এই লেটেস্ট ফোনে এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটরের সাপোর্ট সহ ৪ডি (4D) গেম ভাইব্রেশন ফিচারের পাশাপাশি একাধিক ফিচার উপলব্ধ। অডিও ফ্রন্টের ক্ষেত্রে ফোনটি ডলবি অ্যাটমস সাপোর্ট যুক্ত স্পিকার সিস্টেম সহ এসেছে।

Realme GT Neo 3 স্মার্টফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে – ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত রয়েছে। নিরাপত্তার জন্য ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য জিটি নিও সিরিজের এই ফোনের একটি ভ্যারিয়েন্টে ১৫০ ওয়াট আল্ট্রাডার্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। আবার ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত ভ্যারিয়েন্টে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। উল্লেখ্য, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২২ (MWC 2022) ইভেন্টে রিয়েলমি যে ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তিটি প্রদর্শন করেছিল, যা মাত্র ৫ মিনিট চার্জে ৫০% ব্যাটারি পূর্ণ করতে পারে বলে দাবি করা হয়েছে। আবার ৮০ ওয়াট সুপার ফাস্ট চার্জিং প্রযুক্তির সাহায্যে ৩২ মিনিটের মধ্যে ডিভাইসটি ১০০% চার্জ সম্পূর্ণ হবে। Realme GT Neo 3 ফোনের ওজন ১৮৮ গ্রাম।