ভারতে লঞ্চের জন্য প্রস্তুত Realme GT Neo, পেয়ে গেল BIS সার্টিফিকেশন

Realme GT 5G লঞ্চ হয়েছে আগেই, এবার Realme GT Neo লঞ্চ করার জন্য রিয়েলমি প্রস্তুত হচ্ছে। কোম্পানির তরফে এই ফোনের লঞ্চ ডেটও ঘোষণা করা হয়েছে।…

Realme GT 5G লঞ্চ হয়েছে আগেই, এবার Realme GT Neo লঞ্চ করার জন্য রিয়েলমি প্রস্তুত হচ্ছে। কোম্পানির তরফে এই ফোনের লঞ্চ ডেটও ঘোষণা করা হয়েছে। জানা গেছে আগামী ৩১ মার্চ চীনে লঞ্চ হবে রিয়েলমি জিটি নিও। তবে রিয়েলমি জিটি ৫জি ভারতে পা না রাখলেও, ফোনটির নিও ভ্যারিয়েন্ট ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে দেখা যাবে। আসলে রিয়েলমি জিটি নিও ভারতের আইএমইআই (IMEI) ডেটাবেস, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস-এ স্পট করা হয়েছে। তারপরই ফোনটির ভারতে আসা নিয়ে জল্পনা বেড়েছে।

প্রসঙ্গত, রিয়েলমি তার ঘরেলু মার্কেটে মার্চের শুরুতে Realme GT 5G ফোনটি লঞ্চের ঘোষণা করেছিল। লঞ্চ ইভেন্টেই কোম্পানি টিজার প্রকাশ করে জানিয়েছিল যে, Realme GT Neo নামে এই সিরিজের আরও একটি ফোন শীঘ্রই বাজারে পা রাখবে।

এদিকে টিপস্টার মুকুল শর্মা IMEI-এর ডেটাবেস, BIS সার্টিফিকেশন সাইটে ফোনটি সর্বপ্রথম দেখতে পেয়েছেন৷ এখানেও ফোনটি অন্যান্য সার্টিফিকেশন সাইটের মত RMX3031 মডেল নম্বরের সাথে লিস্টেড হয়েছে৷ ফলে ৩১ মার্চ চীনের পাশাপাশি ভারতেও ফোনটি লঞ্চ হওয়ার বড়সড় সম্ভাবনা তৈরি হয়ে গেল৷

যদিও IMEI ডেটাবেস বা BIS সার্টিফিকেশন সাইটে Realme GT Neo এর কোনো স্পেসিফিকেশন উল্লেখ ছিল না, তবে এর আগে বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম গিকবেঞ্চে রিয়েলমি জিটি নিও ফোনটিকে অ্যান্ড্রয়েড ১১, ৮ জিবি র‌্যাম ও মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেটের সঙ্গে দেখা গিয়েছিল। এই চিপসেটটি যে ডাইমেনসিটি ১২০০ হবে তা কোম্পানি ইতিমধ্যেই নিশ্চিত করেছে। ফোনটি গিকবেঞ্চে সিঙ্গেল-কোর টেস্টে ৯৭০ ও মাল্টি কোর টেস্টে ৯৭৪ ও মাল্টি-কোর টেস্টে ৩৩৫০ পয়েন্ট পেয়েছে।

Realme GT Neo এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

TENAA সার্টিফিকেশন সাইট থেকে জানা গিয়েছিল, রিয়েলমি জিটি নিও ফোনে থাকবে ৬.৫৫ ইঞ্চি কার্ভড ডিসপ্লে। যদিও এর রেজোলিউশন এখানে উল্লেখ ছিল না। তবে ফ্ল্যাগশিপ ফোন হওয়ায় এতে ফুল এইচডি প্লাস রেজোলিউশনের সাথে AMOLED ডিসপ্লে দেওয়া হবে বলে আমাদের অনুমান।

Realme GT Neo ফোনের পিছনে দেখা যাবে বড় আয়তকার ক্যামেরা সেটআপ। এতে তিনটি ক্যামেরা থাকতে পারে। আবার ফোনটি ৪,৪০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন