Realme Narzo 20A ফোন ব্যবহার করেন? Android 11 আপডেট এসেছে কিনা চেক করুন

চীনা স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি গতমাসে তাদের ফোনের জন্য Android 12 বেসড Realme UI 3.0 কাস্টম রম নিয়ে এসেছে। তবে কোম্পানিটি এখনও তাদের অনেক ফোনে পুরানো Realme UI 2.0 এর আপডেট পৌঁছে দিতে পারেনি। যদিও জোর কদমে রিয়েলমি সেই কাজ করে চলেছে। গত সপ্তাহে Realme 3 Pro ফোনে এই আপডেট আসে। এখন Realme Narzo 20A ফোনের জন্য Android 11 বেসড Realme UI 2.0 (স্টেবল ভার্সন) রোল আউট করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের জুনে রিয়েলমি নারজো ২০এ ফোন ব্যবহারকারীরা রিয়েলমি ইউআই ২.০ আর্লি অ্যাক্সেস (বিটা) প্রোগ্রামে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলেন। তবে এখন সমস্ত ফোনের জন্য স্টেবল ভার্সন রিলিজ করা হয়েছে। রিয়েলমির কমিউনিটি থেকে জানা গেছে, নারজো ২০এ ফোনের জন্য আসা অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউআই ২.০ আপডেটের ফার্মওয়্যার ভার্সন RMX2050EX_11.A.05।

তবে মনে রাখবেন, নতুন এই আপডেট পাওয়ার জন্য Realme Narzo 20A ফোনটি নিন্মলিখিত দুটি ফার্মওয়্যার ভার্সনে চলা বাধ্যতামূলক।

১. RMX2050EX_11.A.31_0310
২. RMX2050EX_11.A.33_0330

প্রসঙ্গত Realme Narzo 20A গতবছর সেপ্টেম্বরে অ্যান্ড্রয়েড ১০ বেসড রিয়েলমি ইউআই সহ লঞ্চ হয়েছিল। অর্থাৎ ফোনটি এখন প্রথম সবচেয়ে বড় সফটওয়্যার আপডেট, রিয়েলমি ইউআই ২.০ পাচ্ছে। যদিও এই বাজেট ফোনে আর কোনো বড় আপডেট আসবে না বলে জানা গেছে। তবে মাঝে মাঝে সিকিউরিটি আপডেট ফোনটির জন্য রোল আউট করা হবে।