আজ ফ্ল্যাশ সেলে পাওয়া যাচ্ছে Realme Narzo 20A, এই সুযোগেই কিনে ফেলুন

রিয়েলমি নারজো সিরিজের নতুন ফোন Realme Narzo 20A আজ কিনতে পারবেন। দুপুর ১২ টা থেকে Realme.com ও Flipkart এ ফোনটির সেল অনুষ্ঠিত হবে। লঞ্চ অফার হিসাবে এই ফোনের ওপর কিছু ব্যাংক অফার উপলব্ধ। আপনি যদি ১০,০০০ টাকার মধ্যে নতুন কোনো ফোন খুঁজে থাকেন, তাহলে রিয়েলমি নারজো ২০এ আপনার জন্য ভালো বিকল্প হতে পারে। এই ফোনের প্রধান প্রধান ফিচারগুলি হল ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, মনোক্রোম সেন্সর, স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর।

Realme Narzo 20A দাম ও অফার

রিয়েলমি নারজো ২০এ ভারতে ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে পাওয়া যাবে। যাদের দাম যথাক্রমে ৮,৪৯৯ টাকা ও ৯,৪৯৯ টাকা। ফোনটি ভিকট্রি ব্লু, গ্লোরি সিলভার কালারে পাওয়া যাবে।

ফ্লিপকার্ট থেকে Realme Narzo 20A কিনলে বিগ বিলিয়ন ডেজ সেলে ফ্যাশন প্রোডাক্টের ওপর ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ও অ্যাক্সিস ব্যাংক বাজ ক্রেডিট কার্ড গ্রাহকরা ৫ শতাংশ ডিসকাউন্ট পাবে। ৯৪৫ টাকা থেকে এই ফোনের নো কস্ট ইএমআই শুরু হবে।

Realme Narzo 20A স্পেসিফিকেশন

ডুয়েল সিমের এই ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড রিয়েলমি ইউআই সিস্টেমে চলে। এতে পাবেন ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। যার রেজুলেশন ৭২০ x ১৬০০ পিক্সেল এবং স্ক্রিন টু বডি রেশিও ৮৯.৮ শতাংশ। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন আছে। ফটোগ্রাফির জন্য Realme Narzo 20A ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যার প্রধান ক্যামেরা হবে এফ/১.৮ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল। এতে এইচডিআর এবং ক্রোমা বুস্ট সাপোর্ট করবে। আবার অন্য দুটি ক্যামেরা হল এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ব্ল্যাক/হোয়াইট লেন্স এবং ২ মেগাপিক্সেল রেট্রো লেন্স, যারও অ্যাপারচার এফ/২.৪। সেলফির জন্য এই ফোনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে।

এই ফোনে পাবেন স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর। ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে – ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে। আবার ডুয়েল সিমের এই ফোনে রয়েছে ৫,০০০ এমএএইচ এর ব্যাটারি। যা ৪০ দিনের স্ট্যান্ডবাই টাইম দেবে। চার্জিংয়ের জন্য এতে মাইক্রো ইউএসবি পোর্ট উপলব্ধ। এতে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড রিয়েলমি ইউআই এ চলবে।