Realme Narzo 30 ফোনে থাকবে ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, জানুন অন্যান্য বিশেষত্ব

আগামী ১৮ মে মালয়েশিয়ায় লঞ্চ হচ্ছে Realme Narzo 30। আশা করা যায় শীঘ্রই ফোনটি ভারত সহ অন্যান্য মার্কেটেও উপলব্ধ হবে। এদিকে লঞ্চের দিন যত এগিয়ে…

আগামী ১৮ মে মালয়েশিয়ায় লঞ্চ হচ্ছে Realme Narzo 30। আশা করা যায় শীঘ্রই ফোনটি ভারত সহ অন্যান্য মার্কেটেও উপলব্ধ হবে। এদিকে লঞ্চের দিন যত এগিয়ে আসছে, তত রিয়েলমি তাদের আসন্ন ফোনটির বিশেষত্ব সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে। ইতিমধ্যেই আমরা জেনেছি রিয়েলমি নারজো ৩০ ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ আসবে। আজ কোম্পানির তরফে ফোনটির ক্যামেরা স্পেসিফিকেশন ও স্যাম্পেল ছবি সামনে আনা হয়েছে।

রিয়েলমির মালয়েশিয়ার ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করে আজ জানানো হয়েছে, Realme Narzo 30 ফোনে এআই ট্রিপল ক্যামেরা থাকবে। এর প্রাইমারি ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেল। যদিও অন্য দুটি ক্যামেরার স্পেসিফিকেশন জানানো হয়নি। তবে এই ক্যামেরা দিয়ে নেওয়া একটি ছবি কোম্পানি শেয়ার করেছে (নিচে দেখুন)।

এর আগে জানা গিয়েছিল, রিয়েলমি নারজো ৩০ ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। আবার এতে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।Realme-র দাবি ফোনটি ২৫ মিনিটেই ০-৫০ শতাংশ চার্জ হয়ে যাবে। এদিকে ফাঁস হওয়া একটি আনবক্সিং ভিডিও অনুযায়ী, এই ফোনে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর ব্যবহার করা হবে। আবার ফোনটি ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ আরও বাড়ানো যাবে। ফোনের পিছনে দেখা যাবে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। বাকি দুটি ক্যামেরা হবে ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ব্ল্যাক এন্ড হোয়াইট সেন্সর।

Realme Narzo 30 ফোনে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে। এর রিফ্রেশ রেট ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ব্রাইটনেস ৫৮০ নিটস। আবার এই ডিসপ্লের ডিজাইন হবে পাঞ্চ হোল, যার কাট আউটের মধ্যে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৩.৫মিমি আডিও জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন