Realme Narzo 30 4G কি চমক নিয়ে ভারতে আসছে, ফাঁস করলো Google Play Console

Realme ভারতে বাজেট রেঞ্জে Realme Narzo 30 4G ও Narzo 30 5G লঞ্চের প্রস্তুতি শুরু করেছে। রিপোর্ট অনুযায়ী, আগামী ২৪ জুন ফোন দুটি ভারতে আসবে।…

Realme ভারতে বাজেট রেঞ্জে Realme Narzo 30 4G ও Narzo 30 5G লঞ্চের প্রস্তুতি শুরু করেছে। রিপোর্ট অনুযায়ী, আগামী ২৪ জুন ফোন দুটি ভারতে আসবে। ওইদিন কোম্পানি ৩২ ইঞ্চি Realme Smart TV 4K, Realme Buds Q2 এর ওপর থেকেও পর্দা সরাতে পারে। ইতিমধ্যেই মালয়েশিয়ায় লঞ্চ হওয়ার সুবাদে রিয়েলমি নারজো ৩০ ৪জি ও নারজো ৩০ ৫জি এর স্পেসিফিকেশন আমাদের জানা। তবে ভারতে লঞ্চ হওয়ার আগে এই নারজো ৩০ সিরিজের বেস মডেলের ৪জি ভার্সন কে Google Play Console-এ দেখা গেল।

Google Play Console লিস্টিং অনুযায়ী, Realme Narzo 30 4G ফোনটির মডেল নম্বর রাখা হয়েছে RMX2156। এই ফোনে MediaTek MT6785 (মডেল নম্বর) প্রসেসর ব্যবহার করা হবে, যাকে আমরা মিডিয়াটেক হেলিও জি৯৫ নামে জানি। এর সাথে থাকবে মালি জি৭৬ জিপিইউ।

আবার এখানে রিয়েলমি নারজো ৩০ ৪জি কে ৪ জিবি র‌্যাম সহ দেখা গেছে। যদিও আমাদের বিশ্বাস ফোনটি আরও র‌্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আবার এতে থাকবে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যেটি ১০৮০ x ২৪০০ পিক্সেল রেজোলিউশন ও ৪৮০পিপিআই পিক্সেল ডেন্সিটি অফার করবে।

Realme-Narzo-30-Google-Play-Console

Realme Narzo 30 4G এর স্পেসিফিকেশন

আগেই বলেছি রিয়েলমি নারজো ৩০ ৪জি ফোনটি মালয়েশিয়ার মার্কেটে উপলব্ধ‌। ফলে ফোনটির সমস্ত স্পেসিফিকেশন আমাদের জানা। এই ফোনের সামনে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) আইপিএস এলসিডি ডিসপ্লে। আবার পিছনে দেখা যাবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল পোট্রেট লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আবার সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনের সামনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

Realme Narzo 30 4G ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যার সাথে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউআই-এ চলবে। এর অন্যান্য ফিচারের মধ্যে আছে ইউএসবি টাইপ সি পোর্ট, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৩.৫ মিমি হেডফোন জ্যাক ও মাইক্রো এসডি কার্ড স্লট।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন