Realme এর দুই স্মার্টফোনে চলে এল Android 12 আপডেট

ফ্ল্যাগশিপ মডেলে অ্যান্ড্রয়েডের ত্রয়োদশ সংস্করণ রোলআউটের আগে বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ড তাদের নানা হ্যান্ডসেটে Android 12 আপডেট দেওয়া শুরু করেছে‌। এবার চাইনিজ ব্র্যান্ড রিয়েলমিও সেই তালিকায় নাম লেখাল। সংস্থাটির দুই স্মার্টফোনে Android 12 নির্ভর Realme UI 3.0 আপডেট রিলিজ করা হয়েছে।

Realme 8 5G এবং Narzo 30 5G হ্যান্ডসেটে ওই মোবাইল অপারেটিং সিস্টেম আপডেট এসেছে। দুটি মডেলেই RMX3242_11.A.16 বিল্ড ভার্সন ধাপে ধাপে রোলআউট করা হয়েছে‌। অর্থাৎ এই মুহূর্তে হাতেগোনা কয়েকজন আপডেটটি পাবেন। এবং আর কয়েকদিন পর সেটি আরও ইউজারদের কাছে পৌঁছে দেওয়া হবে।

উল্লিখিত পদক্ষেপের কারণ, যাতে সফটওয়্যার আপডেটে মেজর বাগ বা বড় কোনও সমস্যা থাকলে, তা দ্রুত খুঁজে সমাধান করে ফেলা। নতুন আপগ্রেডের ফলে Realme 8 5G এবং Narzo 30 5G গ্রাহকরা Android 12 ভার্সন পাবেন। সঙ্গে অতিরিক্ত রিয়েলমির নতুন ইউজার ইন্টারফেস। উন্নত ইন্টারঅ্যাক্টিভ এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য নতুন ডিজাইন ও ভিজুয়াল চেঞ্জও থাকতে দেখা যাবে।

Realme 8 5G এবং Narzo 30 5G ব্যবহারকারীরা এখন সেটিংসে গিয়ে ম্যানুয়ালি চেক করে দেখে নিতে পারেন, নতুন অ্যান্ড্রয়েড আপডেট এসেছে কিনা। না হলেও চিন্তার কারণ নেই। কারণ বাগ-ফ্রি এবং বড় গ্লিচ না থাকাটা নিশ্চিত করার পরই বড় সংখ্যক ব্যবহারকারীদের কাছে ওই আপডেট পৌঁছে দেবে রিয়েলমি।