দাম কমলো সস্তা ফোন Realme Narzo 30A এর, রয়েছে 6000mAh ব্যাটারি

বিগত কিছু সময় চিপ সহ বিভিন্ন সমস্যার কারণে কয়েকটি ফোনের দাম বেড়েছে। মার্চে লঞ্চ হওয়া Redmi Note 10 Pro-র 6GB ভ্যারিয়েন্ট কিনতে এখন 500 টাকা অতিরিক্ত ব্যয় করতে হবে। তবে Realme সে পথে না হেঁটে, তাদের বাজেট ফোন Narzo 30A ফোনের দাম আরও কমিয়ে দিল। যদিও এটি স্থায়ী প্রাইস কাট নয়, তবে আপনি এখন এই 6,000mAh ব্যাটারির ফোনটি 1,000 টাকা সস্তায় কিনতে পারবেন।

Realme Narzo 30A এর দাম কমলো

সীমিত সময়ের জন্য Realme Narzo 30A ফোনটির 3GB র‌্যাম ও 32GB স্টোরেজ ভ্যারিয়েন্ট 7,999 টাকায় পাওয়া যাচ্ছে। আবার 8,999 টাকায় কেনা যাচ্ছে এর 4GB র‌্যাম ও 64GB স্টোরেজ ভ্যারিয়েন্ট।

প্রসঙ্গত ফোনটির 3GB ও 4GB র‌্যাম ভ্যারিয়েন্টের আগে দাম ছিল যথাক্রমে 8,999 টাকা ও 9,999 টাকা।

ডিসকাউন্ট ছাড়াও Flipkart এই ফোনের ওপর অন্যান্য অফারও দিচ্ছে। যেমন Citi ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। শুধু তাই নয়, ফোনটি 7,400 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সাথেও কেনা যাবে।

Realme Narzo 30A এর স্পেসিফিকেশন

Realme Narzo 30A ফোনে আছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি। যার সাথে 18W কুইক চার্জ সাপোর্ট করবে। অর্থাৎ এত কম দামের ফোনে ফাস্ট চার্জিং প্রযুক্তি সত্যি অভাবনীয়। এছাড়া এই ফোনে রয়েছে 6.5 ইঞ্চি এইচডি প্লাস মিনি ড্রপ নচ ডিসপ্লে। এতে অক্টা কোর Mediatek Helio G85 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি Android 10 বেসড realmeUI-এ চলে।

ফটোগ্রাফির জন্য Realme Narzo 30A ফোনের পিছনে ডুয়েল ক্যামেরা বর্তমান। এই ক্যামেরাগুলি হল 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল মনোক্রোম পোর্ট্রেট সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল এইচডি এআই ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন