Realme Narzo 50 ভারতে কবে লঞ্চ হবে, কী কী রঙেই বা পাওয়া যাবে, জানাল নতুন রিপোর্ট

আগামী মাসে স্মার্টফোন সংস্থা রিয়েলমি (Realme) তাদের Narzo 50 সিরিজের একাধিক নতুন ফোন লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে বাজারে এই সিরিজের Realme Narzo…

আগামী মাসে স্মার্টফোন সংস্থা রিয়েলমি (Realme) তাদের Narzo 50 সিরিজের একাধিক নতুন ফোন লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে বাজারে এই সিরিজের Realme Narzo 50A এবং Narzo 50i ফোনগুলো উপলব্ধ রয়েছে। আর খুব শীঘ্রই সংস্থা Realme Narzo 50 এবং Narzo 50A প্রাইম – এই নতুন স্মার্টফোন দুটি বাজারে লঞ্চ করতে চলেছে। যদিও রিয়েলমির তরফে লঞ্চের তারিখ এখনও প্রকাশ করা হয়নি। তবে এবার একটি নতুন রিপোর্ট থেকে Realme Narzo 50 বেস মডেলটির লঞ্চের টাইমলাইন এবং কালার অপশনগুলি প্রকাশ্যে এসেছে।

Realme Narzo 50 বাজারে আসছে আগামী মাসেই

91Mobiles- এর নতুন রিপোর্ট অনুযায়ী, নতুন রিয়েলমি নার্জো ৫০ ফোনটির ওপর থেকে আগামী মাসেই পর্দা সরাবে সংস্থা। সম্ভবত মার্চ মাসের প্রথমার্ধেই ফোনটি লঞ্চ হতে পারে। রিয়েলমি নার্জো ৫০ মডেলটি গ্রে এবং গ্রীন- এই দুই কালার ভ্যারিয়েন্টে আসবে বলে জানা যাচ্ছে।

জানিয়ে রাখি, এর আগে রিয়েলমি নার্জো ৫০ মডেলটি ইউরোপিয়ান ইকনমিক কমিউনিটি (EEC)- এর সাইট থেকে সার্টিফিকেশন লাভ করেছে। সেই সাইটের তালিকায় উল্লেখ করা হয়েছে এই স্মার্টফোনটি ৪,৮৮০ এমএএইচ ব্যাটারির সহ আসবে তার সঙ্গে এতে থাকবে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়া, এই ডিভাইসে হাই রিফ্রেশ রেট সহ একটি ফুল এইচডি+ স্ক্রীন থাকবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, Realme Narzo 50 বেস মডেলের পাশাপাশি লঞ্চ ইভেন্টে Realme Narzo 50A Prime ফোনটিও উন্মোচিত হতে পারে। ডিভাইসটি একটি ৪,৮৯০ ব্যাটারি সহ আসবে যা ৫,০০০ এমএএইচ সেল হিসাবে বাজারজাত করা হবে এবং এই ফোনে ১৮ ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকবে। তবে আসন্ন ফোনটির ব্যাটারির ক্ষমতা Realme Narzo 50A এর চেয়ে কম হবে।

উল্লেখযোগ্যভাবে, Realme Narzo 50A Prime মডেলটি গত মাসে সংস্থার ভারতীয় ওয়েবসাইটেও দেখা গিয়েছিল। তবে এর থেকে ফোনটির ভারতীয় অস্তিত্ব ছাড়া আর কিছু সামনে আসেনি। ভারতীয় লঞ্চের পরেই এই ফোনগুলি গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে বলে লঞ্চ করা হবে।