Realme Narzo 50 আসছে 6GB র‍্যাম ও 128GB স্টোরেজের সাথে, থাকবে দুটি কালার অপশন

Realme খুব শীঘ্রই ভারতে তাদের Narzo 50 সিরিজের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই এই সিরিজের অধীনে Narzo 50i এবং Narzo 50A- এই দুটি বাজেট স্মার্টফোন এদেশের বাজারে পা রেখেছে। শোনা যাচ্ছে এবার Realme Narzo 50 স্মার্টফোনটির ওপর থেকে পর্দা সরাতে চলেছে সংস্থা। যদিও এই ফোনটির লঞ্চের জন্য কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে এখন একটি নতুন রিপোর্টে এই ফোনের স্টোরেজ এবং কালার অপশন গুলি প্রকাশ্যে এসেছে। জানা গেছে Relame Narzo 50 মডেলটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতের বাজারে লঞ্চ হবে। আসুন জেনে নেওয়া যাক এই নতুন স্মার্টফোনটির প্রসঙ্গে ঠিক কি কি তথ্য সামনে এসেছে।

প্রকাশ্যে এল Relame Narzo 50- এর স্টোরেজ ও রঙের বিকল্পগুলি

টেক সাইট মাইস্মার্টপ্রাইস (MySmartPrice)- কে জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা জানিয়েছেন, ভারতে রিয়েলমি নার্জো ৫০ ফোনটি দুটি র‍্যাম অপশনে লঞ্চ হবে। বেস মডেলটি আসবে ৪ জিবি র‍্যাম সহ এবং এতে ৬৪ জিবি স্টোরেজ থাকবে। আর হাই-এন্ড ভ্যারিয়েন্টে ১২৮ জিবি স্টোরেজ থাকবে ও এটি আসবে ৬ জিবি র‍্যাম সহ।

অন্যদিকে, র‍্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টগুলি ছাড়াও, মুকুল শর্মা জানিয়েছেন যে, রিয়েলমি নার্জো ৫০ ফোনটি দুটি নতুন রঙে লঞ্চ হবে। স্পিড ব্ল্যাক এবং স্পিড ব্লু- এই দুটি কালার অপশনে নার্জো ৫০ সিরিজের বেস মডেলটিকে বেছে নেওয়া যাবে। এর আগে দাবি করা হয়েছিল যে এই আসন্ন স্মার্টফোনটি গ্রে এবং গ্রীন- এই দুটি কালারেও বাজারে উপলব্ধ হবে।

প্রসঙ্গত, Relame Narzo 50 হ্যান্ডসেটটিকে এর আগে চায়না কোয়ালিটি সার্টিফিকেশন ডেটাবেসে দেখা গিয়েছে। এই সাইট থেকে জানা গেছে, এই ডিভাইসটি ৪,৮৮০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যেটিকে ৫,০০০ এমএএইচ সেল হিসাবে বাজারজাত করা হবে বলে মনে করা হচ্ছে। এর সাথে এই ফোনটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট অফার করবে।

উল্লেখ্য, Relame Narzo 50 মডেলটিকে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS), থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) এবং ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি (EEC)- এর মতো সার্টিফিকেশন ওয়েবসাইটগুলিতেও তালিকাভুক্ত হয়েছে। এই সমস্ত সার্টিফিকেশন গুলি থেকে নিশ্চিত হওয়া যায় যে, এই রিয়েলমি ফোনটি খুব শীঘ্রই বাজারে আত্মপ্রকাশ করবে। সংস্থার সিইও (CEO) মাধব শেঠ- ও ইতিমধ্যেই নিশ্চিত করেছেন যে, Relame Narzo 50 শীঘ্রই ভারতে লঞ্চ হবে। তবে লঞ্চের নির্দিষ্ট তারিখটি এখনও অজানাই রয়েছে।