১৫০০ টাকা ডিসকাউন্ট, Realme Narzo 50A সবচেয়ে কম দামে কেনার সুযোগ

সদ্য বড়দিন পার হল। নতুন বছর আগতপ্রায়। এই একটানা উৎসবের সময়ে পকেটে একটু টান পড়া স্বাভাবিক। তাই, গ্রাহকদের কথা মাথায় রেখেই Flipkart, Amazon-এর মতো ই-কমার্স সাইটগুলি বিভিন্ন স্নার্টফোনের ওপর আকর্ষণীয় অফার নিয়ে হাজির হয়েছে। সুতরাং, আপনি যদি একটি নতুন স্মার্টফোন ঘরে আনার কথা ভাবেন, আর এক্ষেত্রে, Realme যদি আপানার প্রথম পছন্দ হয়ে থাকে, তবে, চিত্তাকর্ষক ফিচার যুক্ত রিয়েলমির বাজেট স্মার্টফোন, Realme Narzo 50A -কে বেছে নিতে পারেন চোখবুজে। ফোনটি, এই মুহুর্তে, Amazon এ, দুর্দান্ত ডিসকাউন্ট কুপনের সাথে পাওয়া যাচ্ছে। উল্লেখ্য চলতি বছরের সেপ্টেম্বরেই ভারতের বাজারে পা রেখেছে এই Realme Narzo 50A। আসুন, ফোনটির দাম, অফার ও অন্যান্য স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

Realme Narzo 50A দাম ও সেল অফার

রিয়েলমি নারজো ৫০এ ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহযোগে এসেছে। এটির ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৪৯৯ টাকা এবং ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ মডেলটির দাম ১১,৪৯৯ টাকা। তবে, এই মুহুর্তে, অ্যামাজন থেকে ফোনটি কিনলে, আপনি পেয়ে যাবেন ১,৫০০ টাকার ডিসকাউন্ট কুপন। আবার নো কস্ট ইএমআই অপশনও উপলব্ধ। শুধু তাই নয়, ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশন এর রিয়েলমি নারজো ৫০এ সেটটি কেনার সময়, পুরোনো কোনো হ্যান্ডসেট বদল করলে মিলবে ১১,৬০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু। এছাড়া, সিটি ইউনিয়ন ব্যাংক এর ডেডিট কার্ড হোল্ডাররা পেয়ে যাবেন ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট।

Realme Narzo 50A স্পেসিফিকেশন

রিয়েলমি নারজো ৫০এ স্মার্টফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস (৭২০ x ১৬০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে, যা ২০.৯ এসপেক্ট রেশিও এবং ৮৮.৭% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। ডিসপ্লেটি ওয়াটার ড্রপ নচ ডিজাইনের সাথে এসেছে, যার মধ্যে এফ/২.০ অ্যাপারচারসহ ৮ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া নিরাপত্তা সুনিশ্চিতকরণের জন্য এই ফোনে উপস্থিত একটি ইনস্ট্যান্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও।

আবার, উন্নত পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য রিয়েলমি নারজো ৫০এ ফোনে আর্ম মালি জি৫২ জিপিইউ সহ মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ কাস্টম ওএস দ্বারা চালিত হয়। ফোনটি সর্বোচ্চ ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ বাজারে এসেছে। তবে, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ক্যাপাসিটি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যায়। উল্লেখ্য, রিয়েলমির নারজো ৫০এ বাজেট স্মার্টফোনটি, অক্সিজেন গ্রিন ও অক্সিজেন ব্লু, এই দুই কালার বিকল্পে বেছে নেওয়া যাবে।

ক্যামেরার কথা বলতে গেলে, Realme Narzo 50A ফোনটির রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল, এফ/১.৮ অ্যাপারচার যুক্ত ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ব্ল্যাক এন্ড হোয়াইট পোট্রেট সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। রিয়ার ক্যামেরায় নাইট মোড, বিউটি মোড, এইচডিআর, স্লো মোশন, টাইমল্যাপস ইত্যাদি ফিচার সাপোর্ট করে।

Narzo 50A ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ব্যাটারি ৫৩ দিন স্ট্যান্ডবাই, ৪৮ ঘন্টা কলিং, ২৭ ঘন্টা ইউটিউব ও ৮ ঘন্টা গেমিং টাইম অফার করবে বলে কোম্পানির দাবি।