ট্রিপল ক্যামেরার ফোন Realme Narzo 50A লঞ্চ হবে শীঘ্রই, EEC-এর থেকে পেল ছাড়পত্র

ইতিমধ্যেই ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস (BIS) এবং থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং এন্ড টেলিকমিউনিকেশনস কমিশন বা এনবিটিসি (NBTC)-এর থেকে অনুমোদন পেয়েছে Realme Narzo 50A।…

ইতিমধ্যেই ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস (BIS) এবং থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং এন্ড টেলিকমিউনিকেশনস কমিশন বা এনবিটিসি (NBTC)-এর থেকে অনুমোদন পেয়েছে Realme Narzo 50A। আবার লিটেস্ট রিপোর্ট বলছে, ফোনটিকে এবার ছাড়পত্র দিয়েছে ইউরেশিয়ান ইকনমিক কমিশন বা ইইসি (EEC)৷ Realme Narzo 50A যে বিশ্বের বিভিন্ন প্রান্তে আত্মপ্রকাশ করবে, তার ইঙ্গিত এই সার্টিফিকেশনগুলি থেকে পাওয়া যাচ্ছে।

EEC-এর সাইটে Realme Narzo 50A ফোনটিকে RMX3430 মডেল নম্বরের সাথে দেখা গিয়েছে। তবে ডিভাইসটির স্পেসিফিকেশন এখনও অজানা। কেবলমাত্র NBTC-এর লিস্টিং প্রকাশ করেছিল, 4G কানেক্টিভিটির সাথে Realme Narzo 50A লঞ্চ করা হবে।

Realme Narzo 50A সম্পর্কে আর কী কী জানা গেছে

এছাড়া জানা গিয়েছে যে, রিয়েলমি নারজো ৫০এ ভারতে দু’টি ভ্যারিয়েন্ট আসবে – ৪ জিবি র‌্যাম ও ৬৪  জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। অক্সিজেন গ্রীন ও অক্সিজেন ব্লু কালার অপশনে ফোনটি পাওয়া যেতে পারে।

রিয়েলমি নারজো ৫০এ-এর রেন্ডারও ফাঁস হতে দেখেছি আমরা। টিয়ারড্রপ নচযুক্ত ডিসপ্লে ও সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে আসবে এই ফোনে। এর ইউনিক ডিজাইনের ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা থাকবে। এই মাসেই রিয়েলমি নারজো ৫০ সিরিজের স্মার্টফোন লঞ্চ হবে বলে জল্পনা শোনা যাচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন