Redmi Note 10S Starlight Purple কালার ভ্যারিয়েন্ট লঞ্চ হল, ব্যাক প্যানেলে রয়েছে স্পার্কেলের মতো ডিজাইন

এতদিন অনিক্স গ্রে, ওশান ব্লু, এবং পেবল হোয়াইট কালার অপশনে পাওয়া যাচ্ছিল Redmi Note 10S। তবে এবার আরও নজরকাড়া নতুন স্টারলাইট পার্পেল (Starlight Purple) কালার যুক্ত হল Redmi-র এই স্মার্টফোনে। নতুন রঙে Redmi Note 10S-এর ব্যাক প্যানেলে স্পার্কেলের মতো ডিজাইন লক্ষ্য করা যায়। বাকি কালার অপশনগুলির চেয়ে মনোরম দেখতে লাগলেও, স্টারলাইট পার্পেল রঙে Redmi Note 10S-এর অভ্যন্তরীণ স্পেসিফিকেশন সম্পূর্ণভাবে অপরিবর্তিত।

Redmi Note 10S Starlight Purple ভ্যারিয়েন্টের দাম

মালয়েশিয়াতে রেডমি নোট ১০এস-এর স্টারলাইট পার্পেল ভ্যারিয়েন্টের দাম ধার্য করা হয়েছে ৮৯৯ রিংগিত, ভারতীয় মুদ্রায় যা ১৫,৭৯২ টাকার সমান। মালয়েশিয়ার পাশাপাশি ভারতেও রেডমি নোট ১০এস স্টারলাইট পার্পেল কালারে উপলব্ধ হবে বলে আশা করা যায়।

Redmi Note 10S Starlight Purple ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন

রেডমি নোট ১০এস ফোনটি ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০) পাঞ্চ হোল অ্যামোলেড ডিসপ্লে সহ এসেছে। ডিসপ্লের উপর দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড এমএআইইউআই ১২.৫ ওএসে চলে। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর। IP53 রেটিং থাকার ফলে জল ও ধুলো নির্দিষ্ট সীমা পর্যন্ত ফোনের কোনও ক্ষতি করতে পারবে না।

ফোটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে কোয়াড ক্যামেরা বর্তমান। এর প্রাইমারি ক্যামেরা এফ/১.৭৯ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল। এছাড়াও অন্য তিনটি ক্যামেরা হল ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (এফ/২.২), ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর (এফ/২.৪) ও ২ মেগাপিক্সেল মাক্রো সেন্সর (এফ/২.৪)। সেলফি ও ভিডিও কলের জন্য এতে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা (এফ/২.৪৫) রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য রেডমি নোট ১০এস ফোনে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এর সাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন