Realme Narzo 50i Prime জুনের শেষেই ভারতে লঞ্চ হচ্ছে, দাম শুরু হতে পারে ৭৪৯৯ টাকা থেকে

Realme তাদের পোর্টফোলিও অন্তর্গত Narzo 50 সিরিজের অধীনে ইতিমধ্যে পাঁচটি মডেল লঞ্চ করেছে। তবে রিপোর্ট অনুযায়ী, সংস্থাটি এই সিরিজের ষষ্ঠ স্মার্টফোনের উপর কাজ করছে, যা সম্ভবত Narzo 50i Prime নামে বাজারে আসবে। আসন্ন মডেলটি বাজেট সেগমেন্টের অধীনে আত্মপ্রকাশ করবে। আর, এতে বিদ্যমান Realme Narzo 50i এবং Realme Narzo 50A Prime হ্যান্ডসেট দুটির স্পেসিফিকেশনের মিশ্রণ দেখা যাবে বলেও জানা গেছে।

Narzo 50i Prime শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে

MySmartPrice -এর একটি লেটেস্ট রিপোর্ট অনুসারে, আপকামিং রিয়েলমি নারজো ৫০আই প্রাইম স্মার্টফোনকে চলতি মাস অর্থাৎ জুনের শেষে ভারতে নিয়ে আসা হতে পারে। যদিও রিয়েলমির তরফ থেকে এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু ঘোষণা করা হয়নি। রিপোর্টে আরো বলা হয়েছে যে, সিরিজের এই ষষ্ঠ ফোনটির দাম ৭,৪৯৯ টাকা থেকে ১১,৪৯৯ টাকার মধ্যে রাখা হতে পারে। প্রসঙ্গত, বিদ্যমান নারজো ৫০আই এবং নারজো ৫০এ প্রাইম উভয় মডেলকেও বাজেট রেঞ্জে লঞ্চ করা হয়েছিল।

রিপোর্টে আরও বলা হয়েছে যে, আসন্ন রিয়েলমি নারজো ৫০আই প্রাইম স্মার্টফোনকে দুটি কালার অপশন এবং স্টোরেজ কনফিগারেশনের সাথে আনা হবে। এইগুলি হতে পারে – মিন্ট গ্রিন এবং ডার্ক ব্লু। আবার ফোনটি ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি মেমরি কনফিগারেশনের সাথে আসবে। উপরিউক্ত তথ্যগুলি ছাড়া, নারজো ৫০আই প্রাইম মডেলটির সম্পর্কে আর কিছু জানা যায়নি। এমনকি প্রসেসর বা ডিসপ্লে ফিচার কিরূপ হবে তাও জানা সম্ভব হয়নি। তবে যেহেতু এটি একটি বাজেট ফোন হিসাবে লঞ্চ হবে, সেহেতু এতে মিডিয়াটেক প্রসেসর ব্যবহার করা হতে পারে। আর এই প্রসেসরে ৫জি সাপোর্ট না করাই স্বাভাবিক।

প্রসঙ্গত রিয়েলমি গত ১৮ই মে ভারতে Narzo 50 5G এবং Narzo 50 Pro 5G নামের দুটি নয়া স্মার্টফোন লঞ্চ করেছিল। যার মধ্যে Realme Narzo 50 Pro 5G স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন সহ একটি ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,০০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এতে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) কাস্টম স্কিনে রান করে। এই ৫জি ফোনে, ৪৮ মেগাপিক্সেলের স্যামসাং এস৫কেজিএম১এসটি প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। তদুপরি নারজো ৫০ প্রো ৫জি ফোনে ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি আছে, যা ৩৩ ওয়াট ডার্ট চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

অন্যদিকে, ডুয়েল-সিমের (ন্যানো) Realme Narzo 50 5G স্মার্টফোনে, একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে আছে, যা ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬০০ নিট পিক স্ক্রিন ব্রাইটনেস অফার করে। ডিভাইসটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর সহ এসেছে। আবার নবাগত এই রিয়েলমি ফোনে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সমেত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।

Subheccha Das Poddar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

7 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

7 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

8 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

10 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

10 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

11 hours ago