Categories: Tech News

Realme Note 60: বেশি দিন অপেক্ষা নয়, শীঘ্রই লঞ্চ হবে নতুন রিয়েলমি নোট ফোন

চলতি বছরের শুরুতে রিয়েলমি Realme Note 50 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। বাজারে আসার মাস ছয়েকের মধ্যে এখন কোম্পানিটি এর উত্তরসূরি, Realme Note 60 ফোনটিকে লঞ্চ করার জন্য প্রস্তুতি শুরু করেছে বলে শোনা যাচ্ছে। আর এখন থাইল্যান্ডের ন্যাশানাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) সার্টিফিকেশন ডেটাবেসে আসন্ন Realme Note 60 হ্যান্ডসেটকে দেখা গেছে। কি কি তথ্য সামনে এল এই সার্টিফিকেশন থেকে, আসুন জেনে নেওয়া যাক।

Realme Note 60 ফোনটিকে দেখা গেল NBTC সার্টিফিকেশন ডেটাবেসে

ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) সার্টিফিকেশন অনুযায়ী, রিয়েলমি নোট ৬০ ফোনের মডেল নম্বর হল RMX3933। লিস্টিংটি আসন্ন রিয়েলমি ডিভাইসের স্পেসিফিকেশন প্রকাশ করেনি। তবে, এটি ইঙ্গিত দিয়েছে যে ফোনটি খুব শীঘ্রই লঞ্চ হতে পারে। রিয়েলমি নোট ৬০ সম্ভবত একটি বাজেট সেগমেন্টের ডিভাইস হবে।

ইতিমধ্যেই, রিয়েলমি নোট ৬০ ফোনটিকে মালয়েশিয়ার এসআইআরআইএম (SIRIM) এবং টিইউভি (TUV) সার্টিফিকেশন ওয়েবসাইটগুলিতে দেখা গিয়েছিল। টিইউভি সার্টিফিকেশন অনুযায়ী, হ্যান্ডসেটটিতে ৫,০০০ এমএএইচ (৪,৮৮০ এমএএইচ রেটেড ক্ষমতা) ব্যাটারি ব্যবহার করা হবে। ইতিমধ্যেই, রিয়েলমি নোট ৬০ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন অর্জন করেছে। তবে, রিয়েলমি বলেছে যে তারা ভারতে নোট সিরিজের ডিভাইস লঞ্চ করবে না। সুতরাং, ভারতে রিয়েলমি নোট ৬০ মডেলের লঞ্চের সম্ভাবনা ক্ষীণ।

জানিয়ে রাখি, পূর্বসূরি Realme Note 50 ফোনটি এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৪ ইঞ্চির এলসিডি স্ক্রিন অফার করে। এটি UniSoC T612 প্রসেসর এবং Mali G57 জিপিইউ দ্বারা চালিত। হ্যান্ডসেটটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

ক্যামেরার ক্ষেত্রে, Realme Note 50 ফোনটি ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপ এবং একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অফার করে। এটিতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং একটি আইপি৫৪ (IP54) রেটিং প্রাপ্ত চ্যাসিস রয়েছে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

23 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

29 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

38 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

49 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago