দেখলেই পাগল হবেন মেয়েরা! বাজারে এল নতুন Crossbeats Diva স্মার্টওয়াচ, দেখুন দাম ও ফিচার

বছরের পর বছর ধরে হাতঘড়ি সময় দেখার পাশাপাশি স্টাইল বা স্ট্যাটাস স্টেটমেন্ট হিসেবে মানুষের জীবনে জায়গা নিয়ে রেখেছে। এখন তো আবার এটিও সময়ের সাথে ‘স্মার্ট’ হয়েছে – স্মার্টওয়াচ (Smartwatch) এখনকার দিনের নিউ নর্ম্যাল! আধুনিক হাতঘড়িতে ফোন কল করা থেকে শুরু করে স্ট্রেস মনিটর, স্লিপ ট্র্যাকিংয়ের মতো একাধিক ফিটনেস ট্র্যাকিং ফিচার পাওয়া যায়। আর বাজারে ১,০০০ টাকা থেকে ১ লাখ টাকার মধ্যে স্মার্টওয়াচ কেনার জন্য উপলব্ধ। সেক্ষেত্রে Crossbeats নামের একটি কোম্পানি এবার মহিলাদের জন্য বিশেষভাবে একটি স্টাইলিশ স্মার্টওয়াচ লঞ্চ করেছে। Crossbeats Diva নামের এই নতুন প্রোডাক্টটিতে নজরকাড়া ডিজাইনের আকর্ষণীয় স্পেসিফিকেশন মিলবে; এটি কিনতেও খুব কম খরচ হবে। অতএব আপনি যদি উৎসবের মরসুমে কোনো মহিলাকে উপহার দেওয়ার জন্য স্মার্টওয়াচ কিনতে চান, তাহলে এখন Crossbeats Diva-র দাম, লভ্যতা ও স্পেসিফিকেশন জেনে নিন।

Crossbeats Diva-র মূল্য, উপলভ্যতা

নতুন ক্রসবিটস ডিভার দাম রাখা হয়েছে ৩,৪৯৯ টাকা। এটি অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) এবং সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে।

Crossbeats Diva-র স্পেসিফিকেশন

ক্রসবিটস ডিভাতে ৭০০ নিটস ব্রাইটনেসযুক্ত ১.২৮ ইঞ্চি অলওয়েজ-অন অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যার ফলে দিনের যেকোনো সময় স্ক্রিনটি দেখতে কোনো অসুবিধা হবেনা। এটি ১০০টিরও বেশি কাস্টমাইজেবল ওয়াচফেসের সাথে আসে। ঘড়িটিতে ৭ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ পাবেন। আবার কানেক্টিভিটির জন্য মিলবে ব্লুটুথ ৫.৩ প্রযুক্তি, যে কারণে এটিকে সহজেই স্মার্টফোনের সাথে সংযুক্ত করা যাবে।

এছাড়া এই স্টাইলিশ ডিজাইনের Crossbeats Diva-তে স্মার্টওয়াচে অ্যালার্ম, ক্যালকুলেটর, সেডেন্টারি রিমাইন্ডার, স্টপওয়াচ, ওয়েদার আপডেট, ফোন খোঁজা, গান শোনা, ক্যামেরা নিয়ন্ত্রণ ইত্যাদি সুবিধা পাবেন। এছাড়া এটি হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, ঘুম এবং রক্তচাপ মাপার মতো স্বাস্থ্য সম্বন্ধিত অপশন পাবেন; মিলবে
১০০টিরও বেশি স্পোর্টস মোড। ধুলো ও জল প্রতিরোধের জন্য থাকবে IP67 রেটিং। স্মার্টওয়াচটি ফিটক্লাউড প্রো (FitaCloud Pro) অ্যাপ ব্যবহার করে ফিটনেস ডেটা ট্র্যাক করা যাবে।