Realme Q সিরিজের পরবর্তী স্মার্টফোনে থাকবে Snapdragon 778G প্রসেসর, অন্যান্য বিশেষত্ব‌ও সামনে এলো

Snapdragon 778G প্রসেসরের সঙ্গে আসবে Realme Q সিরিজের পরবর্তী স্মার্টফোন। আজ এ কথা জানালেন স্বয়ং রিয়েলমি (Realme)-র ভাইস প্রেসিডেন্ট ওয়াং ওয়েই ডেরেক (Wang Wei Derek)।…

Snapdragon 778G প্রসেসরের সঙ্গে আসবে Realme Q সিরিজের পরবর্তী স্মার্টফোন। আজ এ কথা জানালেন স্বয়ং রিয়েলমি (Realme)-র ভাইস প্রেসিডেন্ট ওয়াং ওয়েই ডেরেক (Wang Wei Derek)। প্রসঙ্গত, গত সপ্তাহে Realme GT Neo 2 লঞ্চ হওয়ার পর থেকে শোনা যাচ্ছিল, Snapdragon 7 সিরিজের চিপ দিয়ে একটি নয়া স্মার্টফোনের উপর কাজ করছে রিয়েলমি, যা হাই-রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতএব ধরে নেওয়া যায়, ডেরেক এই ডিভাইসটির কথাই বলতে চেয়েছেন। তবে Q সিরিজের ফোন হলেও এর চূড়ান্ত নাম গোপনই রেখেছিন তিনি।

জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের মতে, Realme Q সিরিজের এই ফোনে ১৪৪ হার্টজ এলসিডি প্যানেল ব্যবহার করা হবে। এতে আই-প্রোটেকশন ফিচার থাকবে। অর্থাৎ এটি স্ক্রিন থেকে নির্গত ক্ষতিকর নীল আলো থেকে চোখকে রক্ষা করবে।

আবার আর এক টিপস্টার দাবি করেছেন, TENAA অথরিটির সাইটে সদ্য স্পট করা RMX3641/RMX3463 মডেল নম্বরের স্মার্টফোনটি Snapdragon 778G প্রসেসরের সঙ্গে আসবে। এই স্মার্টফোনটিই Realme Q সিরিজের পরবর্তী ডিভাইস বলে জল্পনা ছড়িয়েছে।

টিপস্টারের দাবি যদি সত্যি হয়, তাহলে টেনা সর্টিফিকেশন সাইটের লিস্টিং অনুসারে, RMX3641/RMX3463 (Realme Q সিরিজের পরবর্তী ফোন) স্মার্টফোনে ৬.৫৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২,৪১২ পিক্সেল) এলটিপিএস এলসিডি ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের ডিজাইন হবে পাঞ্চ হোল। যার মধ্যে থাকবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। রিয়ার প্যানেলে থাকবে ৪৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ক্যামেরা।

এছাড়া স্মার্টফোনটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যান্ড্রয়েড ১১ ওএস, মাইক্রোএসডি কার্ড স্লট, ৩.৫ মিমি অডিও জ্যাক প্রভৃতি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন