Realme Q5 Carnival Edition লঞ্চ হল ১৯ জিবি র‌্যাম ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার সাথে, দাম সাধ্যের মধ্যে

রিয়েলমি চুপিসারে হোম মার্কেট চীনে তাদের Q-সিরিজের অধীনে উন্মোচন করেছে নতুন Realme Q5 Carnival Edition হ্যান্ডসেটটি। এটি আসলে গত এপ্রিলে লঞ্চ হওয়া Realme Q5-এর একটি উন্নততর সংস্করণ। এই মিড-রেঞ্জের রিয়েলমি স্মার্টফোনটি এলসিডি ডিসপ্লে ও Qualcomm Snapdragon 695 প্রসেসর অফার করে। আবার Realme Q5 Carnival Edition-এ ১২ জিবি ফিজিক্যাল র‍্যাম ও ৭ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‍্যামের সাথে ২৫৬ জিবি স্টোরেজ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আসুন Realme Q5 সিরিজের এই নয়া মডেলটির দাম, ফিচার ও সকল স্পেসিফিকেশনগুলি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

রিয়েলমি কিউ৫ কার্নিভাল এডিশন-এর মূল্য এবং লভ্যতা (Realme Q5 Carnival Edition Price and Availability)

চীনে রিয়েলমি কিউ৫ কার্নিভাল এডিশনের একক ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২,৩৯৯ ইউয়ান (প্রায় ২৮,৪০০ টাকা)। হ্যান্ডসেটটি তিনটি কালার অপশনে বাজারে উপলব্ধ- রেসিং ডাস্ক (হলুদ) গ্লেসিয়ার ওয়েভস (সাদা), এবং ফ্যান্টম (কালো)।

প্রসঙ্গত, রেগুলার Realme Q5 স্মার্টফোনটি একই কালার অপশনে এবং তিনটি কনফিগারেশনে পাওয়া যায়, এগুলি হল- ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। আর চীনে এই ভ্যারিয়েন্টগুলির দাম যথাক্রমে ১,২৯৯ ইউয়ান (প্রায় ১৫,৩৫০ টাকা), ১,৪৯৯ ইউয়ান (প্রায় ১৭,৭০০ টাকা) ও ১,৬৯৯ ইউয়ান (প্রায় ২০,১০০ টাকা)।

রিয়েলমি কিউ৫ কার্নিভাল এডিশন-এর স্পেসিফিকেশন এবং ফিচার (Realme Q5 Carnival Edition Specifications and Features)

রিয়েলমি কিউ৫ কার্নিভাল এডিশনে ফুল-এইচডি+ রেজোলিউশন সহ ৬.৫৮ ইঞ্চির এলসিডি প্যানেল রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, সর্বোচ্চ ৬০০ নিট স্ক্রিন ব্রাইটনেস এবং ৯০.৮ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও অফার করে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট দ্বারা চালিত, যার সাথে ১২ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম, ৭ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ পাওয়া যাবে৷ এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) কাস্টম স্কিনে চলে।

ক্যামেরার ক্ষেত্রে, Realme Q5 Carnival Edition-এর রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ডিভাইসে ৬০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়া, Realme Q5 Carnival Edition ডুয়েল সিম সাপোর্ট, ৫জি কানেক্টিভিটি, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.১, জিপিএস এবং একটি ইউএসবি-সি পোর্টের মতো সাধারণ কানেক্টিভিটি অপশনগুলি অফার করে৷ নিরাপত্তার জন্য, এতে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে।

উল্লেখযোগ্যভাবে, Realme Q5 Carnival Edition-এ স্ট্যান্ডার্ড Realme Q5 মডেলের মতো একই রকম স্পেসিফিকেশন রয়েছে। এটি শুধুমাত্র বেশি পরিমাণে র‍্যাম এবং স্টোরেজ অফার করে।