Realme Q5, Realme Q5i, Realme Q5 Pro আগামী সপ্তাহে বাজারে আসছে, থাকবে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট

স্মার্টফোন নির্মাতা রিয়েলমি আগামী ২০ এপ্রিল চীনে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করতে চলেছে। শোনা যাচ্ছে এই আসন্ন লঞ্চ ইভেন্টে আপকামিং Realme Q5 সিরিজের স্মার্টফোনগুলির ওপর থেকে পর্দা সরানো হবে। ইতিমধ্যেই বিভিন্ন সূত্র মারফৎ এই সিরিজটি সম্পর্কে একাধিক তথ্য প্রকাশে এসেছে। রিয়েলমির চীনা শাখার ওয়েবসাইট থেকে নেওয়া স্ক্রিনশটে দেখা গেছে, এই লাইনআপে Realme Q5, Realme Q5i এবং Realme Q5 Pro- এই তিনটি মডেল অন্তর্ভুক্ত রয়েছে। আর এবার সংস্থার তরফে Realme Q5 সিরিজের ফাস্ট চার্জিং প্রযুক্তি সম্পর্কীত তথ্যগুলিও প্রকাশ্যে এল। জানা যাচ্ছে এই সিরিজের ফোনগুলি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে।

প্রকাশিত হল Realme Q5- এর চার্জিং গতি

ব্র্যান্ডটি এখনও আপকামিং রিয়েলমি কিউ৫, রিয়েলমি কিউ৫আই এবং রিয়েলমি কিউ৫ প্রো-এর স্পেসিফিকেশনগুলি নিশ্চিত করেনি। তবে গতকাল একটি প্রোমোশনাল টিজার প্রকাশ করে রিয়েলমি প্রকাশ করেছে যে, এই সিরিজটিতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যদিও মনে করা হচ্ছে যে, ৮০ ওয়াট চার্জিং সাপোর্টটি শুধুমাত্র রিয়েলমি কিউ৫ প্রো-তেই পাওয়া যাবে, যেটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট দ্বারা চালিত হবে বলে জানা গেছে।

জানিয়ে রাখি, সাম্প্রতিক অতীতে RMX3372, RMX3574, RMX3571 এবং RMX3575/6 মডেল নম্বর সহ কয়েকটি নতুন রিয়েলমি স্মার্টফোনকে চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটে স্পট করা গেছে। RMX3575/6 মডেল নম্বর যুক্ত মডেলটি রিয়েলমি ভি২১ ৫জি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তাই, অন্য তিনটি মডেল দেশীয় বাজারে রিয়েলমি কিউ৫ সিরিজের হ্যান্ডসেট হিসেবে আসবে বলেই মনে করা হচ্ছে।

রিয়েলমি কিউ৫ প্রো-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Realme Q5 Pro Expected Specifications)

বিভিন্ন মহল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রিয়েলমি কিউ৫ প্রো ৬.৬২ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে সহ আসবে, যা ফুল এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এ ডিভাইসে পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর ব্যবহার করা হবে। এতে সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যেতে পারে।

ফটোগ্রাফির জন্য, Realme Q5 Pro- এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা ইউনিটের মধ্যে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর উপস্থিত থাকতে পারে। আবার ফোনের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যেতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Realme Q5 Pro- এ একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। এছাড়া, এই আপকামিং রিয়েলমি হ্যান্ডসেটে মাইক্রোএসডি কার্ড স্লট এবং একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও মিলবে৷ Q5 Pro মিরর ব্ল্যাক, ড্রিম ব্লু এবং সুপার অরেঞ্জের মতো কালার অপশনে বাজারে উপলব্ধ হতে পারে। অফিসিয়াল লঞ্চের আগে সংস্থার পক্ষ থেকে Realme Q5 সিরিজের মডেলগুলি সম্পর্কে আরও তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা যায়। জল্পনা চলছে, এর সাথে Realme Q5 Pro Vans Special Edition হ্যান্ডসেটটিও উন্মোচন করবে সংস্থা।

Ananya Sarkar

Recent Posts

Electric Bike: এক চার্জে চলবে 250 কিমি, লঞ্চ হল দেশীয় প্রযুক্তির ইলেকট্রিক স্পোর্টস বাইক Prana 2.0

2021 সালে তামিলনাড়ুর সংস্থা Srivaru Motors তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছিল।…

28 mins ago

Vivo Y300 Pro: এই প্রথম ভিভোর ফোনে 6500mah ব্যাটারি, সঙ্গে স্পেশাল ফিচার্স

Vivo Y300 Pro ফোনটি খুব তাড়াতাড়ি বাজারে পা রাখতে চলেছে। ইতিমধ্যেই ফোনটির বিষয়ে নানা তথ্য…

36 mins ago

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

52 mins ago

Samsung এর এই ডিভাইস কেনার আগে দুবার ভাবুন, ব্যাটারি নষ্ট হলেও সরাই হবে না

Samsung একের পর এক নতুন নতুন প্রোডাক্ট বাজারে আনছে। সম্প্রতি সংস্থাটি Samsung Galaxy Ring নামে…

57 mins ago

Best smartphone under 20000: 20 হাজার টাকার মধ্যে ভালো ফোন 2024 লিস্ট

গত কয়েক বছরে স্মার্টফোনে অভূতপূর্ব বদল এসেছে। কারণ, স্মার্টফোনে একসময় সাধারণ এলসিডি স্ক্রিন, বেসিক ক্যামেরা…

2 hours ago

লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল Samsung Galaxy G Fold 6 Slim

Samsung Galaxy Z Fold 6 Slim ফোনটিকে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে স্যামসাং। তবে তার আগেই…

3 hours ago