৩০ মিনিটে ফুল চার্জ হবে, Realme Q5 সিরিজ আসছে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ

Published on:

স্মার্টফোন সংস্থা রিয়েলমি বাজারে নতুন Realme Q5 সিরিজটি লঞ্চ করার প্রস্তুতি শুরু করেছে। সম্প্রতি সংস্থার ভাইস প্রেসিডেন্ট জু কি (Xu Qi) চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo)-এর একটি পোস্টেও ইঙ্গিত দেন যে, এই লাইনআপের স্মার্টফোনগুলির ওপর থেকে শীঘ্রই পর্দা সরানো হবে। এখন আবার এক জনপ্রিয় টিপস্টার Realme Q5 সিরিজের ডিভাইসগুলির চার্জিং সাপোর্ট সম্পর্কীত কিছু তথ্য প্রকাশ করেছেন। আসুন জেনে নেওয়া যাক আপকামিং রিয়েলমি স্মার্টফোন সিরিজটির বিষয়ে কি কি তথ্য জানতে পারা গেল।

ফাঁস হল Realme Q5- এর ব্যাটারি ও চার্জিং স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন (Digital Chat Station) ওয়েইবো (Weibo) মাইক্রোব্লগিং সাইটের একটি পোস্টে দাবি করেছেন, রিয়েলমি কিউ৫ সিরিজের ডিভাইসে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে, যা মাত্র ৩০ মিনিটে ফোনের ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ১০০ শতাংশ চার্জ করতে সক্ষম হবে। এই আপকামিং সিরিজটি রিয়েলমির একটি মিড রেঞ্জে আসবে বলে মনে করা হচ্ছে, তাই এই লাইনআপের ফোনে ফ্ল্যাগশিপ-লেভেলের ৮০ ওয়াট চার্জিং থাকা খুবই তাৎপর্যপূর্ণ। ৮০ ওয়াট ফাস্ট চার্জিং একটি মোটামুটি নতুন স্ট্যান্ডার্ড এবং এটি প্রধানত ফ্ল্যাগশিপ-লেভেল ডিভাইসগুলির সাথেই যুক্ত। এই দ্রুতগতির চার্জিং প্রযুক্তিটি ওপ্পো ফাইন্ড এক্স৫ সিরিজ এবং ওয়ানপ্লাস ১০ প্রো-এর মতো লেটেস্ট ডিভাইসগুলিতে ব্যবহার করা হয়েছে ৷

জানিয়ে রাখি, রিয়েলমি কিউ৫ এর আগে চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন ওয়েবসাইটে উপস্থিত হয়েছিল, যেখানে এর লাইভ ছবিও পোস্ট করা হয়। এই ফোনে একটি ফ্ল্যাট-এজড ডিজাইন থাকবে বলে মনে করা হচ্ছে এবং এর ব্যাক প্যানেলে আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউলের মধ্যে ডুয়েল-ক্যামেরা সেটআপ অবস্থান করবে। এই সাইটের তালিকাটি ডিভাইসগুলির কিছু প্রধান স্পেসিফিকেশনও প্রকাশ করেছে। রিয়েলমি কিউ৫ সিরিজটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসরের সাথে সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সহ আসবে বলে জানা গেছে।

এছাড়া, এই সিরিজের অধীনে সম্ভবত দুটি মডেল থাকবে বলে মনে করা হচ্ছে। এগুলি হল Realme Q5 এবং Realme Q5 Pro। এর মধ্যে প্রথমটিতে ৬৪ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে, সেখানে পরেরটি ১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরার সাথে আসবে। প্রো মডেলে ৪,৮৮০ এমএএইচ (ডুয়েল-সেল) ব্যাটারি রয়েছে।

সঙ্গে থাকুন ➥