বেঞ্চমার্ক টেস্টিংয়ে গরমিলের অভিযোগ, Realme GT 5G কে ব্যান করলো AnTuTu

বেঞ্চমার্ক টেস্টিংয়ে বিস্তর গরমিলের অভিযোগে এবার মুখ পুড়লো রিয়েলমি-র। Realme GT 5G-র বেঞ্চমার্ক পরীক্ষার সময় রিয়েলমি স্মার্টফোনটির স্কোর আরও বৃদ্ধির জন্য জালিয়াতির আশ্রয় নিয়েছিল। এই…

বেঞ্চমার্ক টেস্টিংয়ে বিস্তর গরমিলের অভিযোগে এবার মুখ পুড়লো রিয়েলমি-র। Realme GT 5G-র বেঞ্চমার্ক পরীক্ষার সময় রিয়েলমি স্মার্টফোনটির স্কোর আরও বৃদ্ধির জন্য জালিয়াতির আশ্রয় নিয়েছিল। এই অভিযোগে বেঞ্চমার্ক সফ্টওয়্যার কোম্পানি AnTuTu তার প্ল্যাটফর্ম থেকে প্রিমিয়াম ফোনটিকে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে। AnTuTu উইবো পোস্ট মারফত এই শাস্তির কথা ঘোষণা করেছে।

প্রসঙ্গত, রিয়েলমির চিফ মার্কেটিং অফিসার জু কিউ (Xu Qi) লঞ্চের পূর্বে Realme GT 5G স্মার্টফোনের AnTuTu বেঞ্চমার্ক টেস্ট সামনে এনেছিলেন। তিনি দাবি করেন হ্যান্ডসেটটি সেখানে ৭,৭০,২২১ পয়েন্ট স্কোর করেছে। যেখানে Mi 11 ফ্ল্যাগশিপ ফোনের বেঞ্চমার্ক স্কোর ছিল ৭,০৮,০০০। বিতর্কের সূত্রপাত এখানেই; AnTuTu তখন রিয়েলমি জিটি ৫জি-র বেঞ্চমার্ক স্কোরের সত্যতা নিয়ে প্রশ্ন তোলে৷ তবে রিয়েলমির তরফে সে সময় কোনও প্রতিক্রিয়া আসেনি।

ফোনটি লঞ্চ হয়ে যাওয়ার পর AnTuTu প্রকৃত সত্য উদঘাটনে কোমর বেঁধে নামে। আসল স্কোরটি সামনে আনার জন্য রিয়েলমি জিটি ৫জি-র ৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ওপর AnTuTu এবার নিজে বেঞ্চমার্ক পরীক্ষা করে। তারপরেই প্রকাশ্যে আসে বেঞ্চমার্ক ফলাফলে রিয়েলমির জল মেশানোর তত্ব। Antutu জানায়, Realme GT 5G-র বেঞ্চমার্ক স্কোর তার শক্তির আসল প্রতিচ্ছবি নয়, বরং প্রতারণা ও অন্যান্য অসদুপায়ে পূর্ববর্তী ফলাফল অর্জিত হয়েছে।

অযাচিত এই আচরণের জন্য Antutu আপাতত তিন মাসের জন্য Realme GT 5G-র ৭,৫০,০০০+ বেঞ্চমার্ক স্কোরকে তার প্ল্যাটফর্ম থেকে সড়িয়ে দিয়েছে। সেইসঙ্গে ভবিষ্যতে বেঞ্চমার্ক পরীক্ষার সময় অবৈধ পথ অবলম্বন করলে রিয়েলমির ওপর যে দীর্ঘস্থায়ী নিষেধাজ্ঞার খাঁড়া নেমে আসবে, সেই নিয়েও রিয়েলমিকে সতর্ক করা হয়েছে।

এবার প্রশ্ন, প্রতারণার অভিযোগ সামনে আসায় স্বপক্ষ সমর্থনে রিয়েলমি কী মতামত ব্যক্ত করছে? সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরেই রিয়েলমি বিবৃতি দিয়ে জানিয়েছে, ” রিয়েলমি জিটি ৫জি স্ন্যাপড্রাগন ৮৮৮ প্ল্যাটফর্মে সজ্জ্বিত, যা ব্যবহারকারীদের জন্য উচ্চ কার্যকারিতা নিয়ে আসে। AnTuTu বেঞ্চমার্কের বর্তমান ভার্সনের অধীনে রিয়েলমি জিটি-র বেঞ্চমার্ক স্কোরে সব যথাযথ ডেটা রয়েছে। রিয়েলমি বরারবরই ব্যবহারকারীদের দুর্দান্ত পারফরম্যান্স দিতে প্রতিশ্রুতিবদ্ধ, আসল ইউজার এক্সপিরিয়েন্স রিয়লমির কাছে প্রথম অগ্রাধিকার পায়।”

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন