সস্তা 5G স্মার্টফোন হিসেবে আসছে Realme RMX3125, দেখা গেল TENAA অথরিটির সাইটে

নতুন এক বাজেট হ্যান্ডসেট নিয়ে কাজ করছে রিয়েলমি৷ Realme RMX3125 মডেল নম্বরের ওই স্মার্টফোনটি চীনের TENAA অথরিটির ছাড়পত্র পেয়েছে বলে খবর। TENAA-র লিস্টিং থেকে অনুমান, বাজেট 5G স্মার্টফোন হিসেবে Realme RMX3125-এর আত্মপ্রকাশ ঘটবে৷ তবে TENAA অথরিটির সাইটে ডিভাইসটির কোনও ছবি এখনও আপডেট করা হয়নি৷ ফলে ডিজাইন সম্পর্কে ধারণা করা সম্ভব হয়ে উঠছে না। আবার কী নামে এটি আসবে, তাও অজানা৷ যাই হোক, চীনা সার্টিফিকেশন সাইটটি থেকে Realme RMX3125 সম্পর্কে কী কী তথ্য সামনে এল, তা দেখে নেওয়া যাক৷

Realme RMX3125 স্পেসিফিকেশন

Realme RMX3125 মডেল নম্বরের স্মার্টফোনে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে থাকবে, যা এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল) রেজোলিউশন অফার করবে৷ ফোনটির আয়তন ১৬৩.৯x৭৫.৭x৮.৪ মিমি এবং ওজন ১৮৯ গ্রাম৷

২.৪ গিগাহার্টজ ৫জি প্রসেসর দ্বারা চালিত এই ফোনটি ৪ জিবি/৬ জিবি/৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে। মাইক্রোএসডি কার্ড সাপোর্ট থাকছে এতে।

Realme RMX3125-এর ব্যাক প্যানেলে রয়েছে ১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ৪,৯৮০ এমএএইচ ব্যাটারি থাকছে৷ এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করবে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি৷

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন