অভিষেকেই অর্ধশতরান করে দলের এই সতীর্থ সহ কোচকে ইনিংসটি উৎসর্গ করলেন অঙ্ককৃশ

গতকাল অভিষেক ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের অঙ্গকৃষ রঘুবংশীর ব্যাট থেকে মাত্র ২৭ বলে ৫ টি চার এবং ৩ টি ছয়ের মাধ্যমে মোট ৫৪ রান আসে।

আইপিএলে (IPL 2024) তারকা এবং অভিজ্ঞ ক্রিকেটারদের পরিবেশের মধ্যে একজন তরুণ ক্রিকেটার নতুন করে উদ্যম খুঁজে পান। ‘তুমিও পারবে’ দলের কর্মকর্তাদের এই ভরসা একজন ১৮ বছরের খেলোয়াড়কে দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার মতো পরিণত করে তোলে। একইভাবে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে প্রতি বছর আমরা একাধিক তরুণ প্রতিভাকে উঠে আসতে দেখি। এবার গতকাল অভিষেক ম্যাচেই কলকাতার হয়ে দুরন্ত পারফরম্যান্স করে আলোচনায় উঠে আসা অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi) জানালেন ম্যাচে তার সাফল্যের উদযাপন করা উদ্দেশ্যে ছিল।

গতকাল আইপিএলে গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। এরপর দলের হয়ে প্রথম ইনিংসে ওপেনিং করতে এসে সুনীল নারিন ব্যাট হাতে বিধ্বংসী হয়ে ওঠেন। তার ব্যাটিং ঝড়ে বিপক্ষদের বোলিং একেবারে অসহায় হয়ে পড়ে। তবে কলকাতার অপর ওপেনার ফিল সল্ট মাত্র ১৮ রানে আউট হয়ে যান। ম্যাচের এই গুরুত্বপূর্ণ সময় ১৮ বছর বয়সী অঙ্গকৃষ রঘুবংশীর ওপর কেকেআর কর্মকর্তারা ভরসা দেখান।

এর সঙ্গেই অঙ্গকৃষ অভিষেক ম্যাচে ব্যাট করতে নেমে নিজেকে মেলে ধরেন। তিনি সমর্থকদের বিশ্বাস করান যে আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংয়ের মধ্যে দলে তার মতো একজন ব্যাটিং প্রতিভা লুকিয়ে আছে। এর ফলে অঙ্গকৃষের ব্যাট থেকে মাত্র ২৭ বলে ৫ টি চার এবং ৩ টি ছয়ের মাধ্যমে মোট ৫৪ রান আসে। অভিষেক ম্যাচে অর্ধশতরান করে তিনি মাথায় আঙুল ঠেকিয়ে স্যালুটের ভঙ্গিতে ভিন্ন ধরনের উদযাপন করেন। নিজের বাবা, মার উদ্দেশ্যে নয় বরং দলের এক সতীর্থের উদ্দেশ্যে এই উদযাপন ছিল বলে এবার অঙ্গকৃষ প্রকাশ করলেন।

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমি এই ইনিংসটি আমার কোচ অভিষেক নায়ার, আমার কেকেআর সতীর্থ এবং আমাদের কোচিং স্টাফদের উৎসর্গ করছি। তবে মাঠে আমার উদযাপন নিতীশ রানা (Nitish Rana) ভাইকে উৎসর্গ করে ছিল। তিনি চোট পেয়েছেন। আমরা দুজনেই ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্ত।” উল্লেখ্য কলকাতা নাইট রাইডার্সের সহ অধিনায়ক নিতীশ রানা বর্তমানে চোটের মধ্যে থাকায় তার পরিবর্তে অঙ্গকৃষ রঘুবংশীকে দলে সুযোগ দেওয়া হয় এবং গতকাল দলের হয়ে অভিষেক করে তিনি নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। এই দুরন্ত ইনিংস খেলার পর নিতীশ রানাও সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা পোস্ট করে অঙ্গকৃষকে উৎসাহ দেন।