এখন আর চল নেই, তবুও Realme-র এই নয়া ফোনের রিটেল বক্সে থাকতে পারে হেডফোন

আগামী কয়েক মাসের মধ্যে একাধিক বাজেট স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে রিয়েলমি (Realme)। সংস্থাটি সবার প্রথমে Realme C31, Realme C35, এবং Realme 9 সিরিজের হ্যান্ডসেট বাজারে আনবে। যার মধ্যে Realme 9 লাইনআপ ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করবে বলে ইতিমধ্যেই জানা গিয়েছে। এখন আবার রিয়েলমি-র আরও একটি এন্ট্রি লেভেল বাজেট কেন্দ্রিক স্মার্টফোন সম্পর্কে তথ্য সামনে এসেছে।

FCC সার্টিফিকেশন অনুযায়ী, রিয়েলমি-র সেই নতুন ফোনের মডেল নম্বর RMX3513। এটি একটি ডুয়াল সিম হ্যান্ডসেট, যা 4G কানেক্টিভিটি সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এছাড়া জানা গিয়েছে যে, রিয়েলমি-র আপকামিং স্মার্টফোনটি ইয়ারফোনের সাথে আসবে। যার চল এখন নেই বললেই চলে। ইউএসবি টাইপ-সি কেবলের মাধ্যমে ফোনটি চার্জ হবে। সফটওয়্যারের দিক থেকে Realme RMX3513 অ্যান্ড্রয়েড ১১-এ রান করবে। সঙ্গে রিয়েলমি-র নিজস্ব কাস্টম ইন্টারফেস থাকবে। মডেল নম্বর বিবেচনা করে বলা যায়, এটি Realme C সিরিজের অধীনে লঞ্চ হবে।

Realme RMX3513 সম্বন্ধীয় আর কোনও তথ্য এখনও সামনে আসেনি। FCC-এর থেকে ছাড়পত্র অর্থ, এটি তাড়াতাড়িই বাজারে আসতে পারে। থাকতে পারে এইচডি+ ডিসপ্লে, ৬০ হার্টজ রিফ্রেশ রেটের মতো ফিচার।