১৫ হাজার টাকার কমে Realme Smart TV Neo 32-inch ভারতে লঞ্চ হল, রয়েছে ডলবি অডিও সাপোর্ট

সস্তায় নতুন স্মার্ট টিভি খোঁজ করছেন? তাহলে আপনার জন্য সুখবর। আসলে আজ, শুক্রবার Realme Narzo 50 সিরিজ এবং Realme Band 2-এর সাথে ভারতের বাজারে লঞ্চ হয়েছে Realme Smart TV Neo 32-inch (রিয়েলমি স্মার্ট টিভি নিও ৩২ ইঞ্চি)। চীনা ফার্মের এই নতুন টিভিটি এলইডি ডিসপ্লে, বেজেল-লেস ডিজাইন, কোয়াড কোর মিডিয়াটেক প্রসেসরের সহ এসেছে। এছাড়া এই Smart TV Neo-তে ডুয়াল স্পিকার ডলবি অডিও সাপোর্ট এবং রিয়েলমির ক্রোমা বুস্ট পিকচার ইঞ্জিন রয়েছে। আসুন এই Realme Smart TV Neo 32-inch টিভির দাম ও ফিচার জেনে নিই…

Realme Smart TV Neo (৩২ ইঞ্চি)-এর মূল্য, প্রাপ্যতা

ভারতে রিয়েলমি স্মার্ট টিভি নিও (৩২ ইঞ্চি)-এর দাম রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা। সংস্থার নিজস্ব ওয়েবসাইট (realme.com), ফ্লিপকার্ট এবং নির্বাচিত অফলাইন স্টোরের মাধ্যমে ৩রা অক্টোবর দুপুর ১২ টা থেকে টিভিটি কেনা যাবে। এক্ষেত্রে ক্রেতারা কেবল কালো রঙের একটি বিকল্প পাবেন।

Realme Smart TV Neo (৩২ ইঞ্চি) স্পেসিফিকেশন, ফিচার

রিয়েলমি স্মার্ট টিভি নিও-তে বেজেল-লেস ডিজাইনসহ ৩২ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। সাথে আছে টিইউভি রাইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন। হার্ডওয়্যার ফ্রন্টে, টিভিটি কোয়াড-কোর মিডিয়াটেক প্রসেসর দ্বারা চলে যা এআরএম কর্টেক্স-এ ৩৫ সিপিইউ এবং মালি ৪৭০ জিপিইউসহ ৬৪ বিট আর্কিটেকচারে নির্মিত। আবার এর প্রসেসর ক্রোমা বুস্ট পিকচার ইঞ্জিন সমর্থন করে, ফলে ব্যবহারকারীরা আউটপুটের উজ্জ্বলতা, রঙ, বৈসাদৃশ্য এবং স্বচ্ছতার ক্ষেত্রে উন্নত অভিজ্ঞতা পাবেন।

রিয়েলমি স্মার্ট টিভি নিও, অ্যান্ড্রয়েড টিভি নয়, এতে কোম্পানির নিজস্ব অপারেটিং সিস্টেম পাওয়া যাবে। এই টিভিতে ইউটিউব, হাঙ্গামা এবং ইরোস নাও প্রভৃতি অ্যাপ প্রি-ইনস্টল রয়েছে।

Realme Smart TV Neo-র বিশেষ আকর্ষণ ২০ ওয়াটের ডুয়াল স্পিকার যা ডলবি অডিও (ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি) সমর্থন করে। এটির কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ২.৪ গিগাহার্টজ ওয়াই-ফাই, দুটি এইচডিএমআই পোর্ট, একটি ইউএসবি টাইপ-এ পোর্ট, একটি এভি (AV) পোর্ট এবং একটি ল্যান (LAN) পোর্ট। উল্লেখ্য, এই স্মার্ট টিভিতে সিসি কাস্টও রয়েছে যা ইউজারদের মোবাইল গেম খেলার বা তাদের স্মার্টফোন/ট্যাবলেট থেকে টিভিতে ভিডিও স্ট্রিম করার সুবিধা দেয়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন