সস্তায় বড় স্ক্রিন, আজ অফারের সাথে কিনতে পারবেন Realme Smart TV

ভারতে দিন দিন বাড়ছে স্মার্ট টিভির চাহিদা। সেকারণেই স্মার্টফোন কোম্পানি রিয়েলমি কিছুদিন আগে ভারতে তাদের প্রথম টিভি Realme Smart TV লঞ্চ করেছিল। এই টিভিটি আজ কিনতে…

ভারতে দিন দিন বাড়ছে স্মার্ট টিভির চাহিদা। সেকারণেই স্মার্টফোন কোম্পানি রিয়েলমি কিছুদিন আগে ভারতে তাদের প্রথম টিভি Realme Smart TV লঞ্চ করেছিল। এই টিভিটি আজ কিনতে পারবেন। দুপুর ১২ টা থেকে রিয়েলমি স্মার্ট টিভির সেল শুরু হবে। এই সেল Flipkart ও Realme.com এ অনুষ্ঠিত হবে। ভারতে Realme Smart TV ৩২ ও ৪৩ ইঞ্চির সাইজে পাওয়া যাবে। শীঘ্রই কোম্পানিটি ৫৫ ইঞ্চির টিভি আনবে বলেও জানিয়েছে।

Realme Smart TV দাম ও অফার:

ভারতে রিয়েলমি স্মার্ট টিভির ৩২ ইঞ্চি এইচডি রেডি ভ্যারিয়েন্টের দাম পড়বে ১২,৯৯৯ টাকা। আবার ৪৩ ইঞ্চি ফুল এইচডি ভ্যারিয়েন্টের দাম পড়বে ২১,৯৯৯ টাকা। অফারের কথা বললে Axis Bank Buzz ক্রেডিট কার্ড গ্রাহকদের ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড গ্রাহকরা ৫ শতাংশ ছাড় পাবে। RuPay ডেবিট কার্ড ও UPI ট্রাঞ্জাকশনে ৭৫ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট মিলবে। আবার ফোনটির নো কস্ট ইএমআই শুরু হবে ১,৪৪৫/মাস টাকা থেকে।

Realme Smart TV স্পেসিফিকেশন :

রিয়েলমি ৪৩ ইঞ্চি মডেলে ৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাওয়া যাবে। যার রেজুলেশন ১৯২০  × ১০৮০ পিক্সেল। এতে ১৭৮ ডিগ্রী ভিউ এঙ্গেল ও এইচডিআর ১০ সাপোর্ট আছে। আবার ৩২ ইঞ্চি মডেলে ৩২ ইঞ্চি এইচডি রেডি ডিসপ্লে আছে। যার রেজুলেশন ১৩৬৬ × ৭৬৮ পিক্সেল এবং ভিউ এঙ্গেল ১৭৮ ডিগ্রী।

এই টিভির দুটি ভ্যারিয়েন্টে স্ট্যান্ডার্ড, ভিভিড, স্পোর্ট, মুভি, গেম এবং এনার্জি সেভিংয়ের মতো সাতটি ডিসপ্লে মোড রয়েছে। এই স্মার্ট টিভিতে পাবেন ১.১ গিগাহার্টজ কোয়াড কোর কর্টেক্স এ ৫৩ মিডিয়াটেক প্রসেসর রয়েছে। গ্রাফিক্সের জন্য এতে মালি-৪৭০ এমপি ৩ জিপিইউ উপলব্ধ। এতে ১ জিবি র‌্যাম এবং ৮ জিবি স্টোরেজ আছে।

রিয়েলমির এই স্মার্ট টিভিতে ক্রোমকাস্ট ইন বিল্ট এর সাথে অ্যান্ড্রয়েড টিভি ৯.০, নেটফ্লিক্স, ইউটিউব, প্রাইম ভিডিও এবং লাইভ চ্যানেলের মতো ফিচার পাওয়া যাবে। এছাড়াও কানেক্টিভিটির জন্য এখানে ওয়াই ফাই ৮০২.১১ বি/জি/এন, ব্লুটুথ ৫, ৩ এইচডিএমআই, ২ ইউএসবি পোর্ট উপলব্ধ। সাউন্ডের জন্য এখানে ১২ ওয়াটের ২ টি স্পিকার আছে। সাউন্ড কে সুন্দর করার জন্য ডলবি অডিও MS12B ব্যবহার করেছে রিয়েলমি।