আগামীকাল লঞ্চ হবে Realme V15, তার আগেই ফাঁস দাম ও ফিচার

সম্প্রতি চীনা মাইক্রোব্লগিং সাইট Weibo-তে রিয়েলমি প্রথমবার Koi সিরিজের কথা জানিয়েছিল। যদিও রিয়েলমি তার এই নতুন সিরিজের ফোনের বিষয়ে এখনও অবশ্য কিছু ঘোষণা করেনি। তবে টিপস্টারদের সৌজন্যে Koi সিরিজের প্রথম ফোন হিসেবে আসতে চলা Realme V15-এর বিষয়ে একাধিক তথ্য সামনে এসেছে। ইতিমধ্যে টিপস্টার অভিষেক যাদবের টুইট থেকে জানা গেছে, আগামীকাল রিয়েলমির ঘরোয়া মার্কেটে লঞ্চ হচ্ছে Realme V15। লঞ্চের আগেই অভিষেকই আবার এই মিডরেঞ্জ ডিভাইসের দাম ফাঁস করলেন।

Realme V15-এর দাম (সম্ভাব্য)

চীনে রিয়েলমি ভি১৫ ফোনটি ৬ জিবি ও ৮ জিবি র‌্যামের সাথে লঞ্চ হবে। অভিষেক যাদবের টুইট https://twitter.com/yabhishekhd/status/1346681314179596288?s=19 থেকে জানা গেছে যে, ফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হবে ১৭৯৯ ইউয়ান (প্রায় ২০,৪০০ টাকা)। অন্যদিকে এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২০৯৯ ইউয়ান রাখা হবে (প্রায় ২৩,৭৮০ টাকা)। Realme V15, Koi ও Crescent Silver কালার অপশনে উপলব্ধ হবে।

Realme V15-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ভি১৫ ফোনটিতে রিয়েলমি স্যামসাংয়ের হাই-ইন্ড অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করবে। এর স্ক্রিন সাইজ কত হবে, তা এখনও পর্যন্ত জানা যায় নি। ফোনটির ব্যাক প্যানেলের ছবি সামনে এলেও এর সামনের অংশের ছবি এখনও প্রকাশ করা হয় নি। ফলে ডিসপ্লের ডিজাইন সর্ম্পকেও নির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। ডিসপ্লের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে৷ ফোনটি চলবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ইউ প্রসেসরে। তাই ফোনে ৫জি কানেক্টিভিটি সাপোর্ট পাওয়া যাবে।

ফোনটির ব্যাটারি ক্যাপাসিটির ব্যাপারে এখনও তথ্য অমিল। তবে এতে ৫০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা থাকবে বলে জানা গিয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনের পেছনে থাকবে ট্রিপল ক্যামেরা। যার প্রাইমারি সেন্সর ৬৪ মেগাপিক্সেলের। ফোনটির ওজন হবে ১৭৬গ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *