Realme X7, Realme C15 ও Realme C12 ইউজাররা কিভাবে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ২.০ বিটা আপডেট পাবেন

Realme ফেব্রুয়ারিতে X7 সিরিজের দুটি স্মার্টফোন ভারতে লঞ্চ করেছিল-Realme X7 ও Realme X7 Pro। ফোন দু’টি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ সহ এসেছিল। যদিও লঞ্চের কয়েকদিন পরেই Realme ঘোষণা করে যে, এপ্রিল থেকেই Realme X7 সিরিজের স্মার্টফোনগুলি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ এর বিটা আপডেট পেতে শুরু করবে। কিছুটা দেরিতে হলেও, রিয়েলমি এখন জানিয়েছে যে, Realme X7 স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য রিয়েলমি ইউআই ২.০ এর আর্লি অ্যাক্সেস প্রোগ্রাম আরম্ভ হচ্ছে। পাশাপাশি, Realme C সিরিজের C15 ও C12-এর জন্যেও রিয়েলমি ২.০ ওপেন বিটা প্রোগ্রামের ঘোষণা করা হয়েছে।

ইউজারদের খেয়াল রাখতে হবে আপডেট ইনস্টল করার জন্য ডিভাইসে যেন অন্তত ৫ জিবি স্টোরেজ খালি থাকে, এবং ডিভাইস যেন কোনোভাবেই রুট না করা হয়। এছাড়াও ইনস্টল করার আগে ব্যক্তিগত ডেটার ব্যাকআপ নিয়ে রাখার পরামর্শ রিয়েলমি দিয়েছে। যেসব ইউজারদের রিয়েলমি এক্স৭ স্মার্টফোন RMX3092PU_11.A.14/A.16/A.17 ফার্মওয়্যার ভার্সনে চলছে, তারা আর্লি অ্যাক্সেস প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। আবার RMX2180_11.A.93/A.87, and RMX2189_11.A.93/A.87 ফার্মওয়্যার ভার্সন থাকলে তবেই রিয়েলমি সি১৫ ও সি১২ ব্যবহারকারীরা ওপেন বিটা প্রোগ্রামের জন্য আবেদনের যোগ্য হবেন।

কীভাবে আবেদন করবেন

ইউজারদের প্রথমেই সফটওয়্যার আপডেট অ্যাপ্লিকেশন চ্যানেলে যেতে হবে। তার জন্য ফোনে সেটিংস > সফটওয়্যার আপডেট > ডান দিকের কোণায় সেটিংস আইকনে ক্লিক > ট্রায়াল ভার্সন –  অ্যাপ্লাই নাউ, স্টেপগুলি ফলো করতে হবে।

কোন কোন জিনিস মাথায় রাখবেন

Realme X7 আর্লি অ্যাক্সেস বিল্ডে আপডেট করার পর ইউজারেরা বিভিন্ন ফিচার ব্যবহারের সুবিধা নাও পেতে পারেন। Realme C12 ও Realme C15-এর ওপেন বিটা বিল্ডের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আবার যেসব  Realme C12 ও Realme C15 ইউজার রিয়েলমি ইউআই ২.০ এর আর্লি অ্যাক্সেস বিল্ড নির্বাচন করেছেন, তাঁদের প্রোগ্রামের জন্য নতুন করে আবেদন করতে হবে না।

উল্লেখ্য, রিয়েলমি স্মার্টফোন ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ১০ ওএসে রোলব্যাক করার বিকল্প পাবেন। যদিও সেটা করলে যাবতীয় ডেটা মুছে যাবে। আবার অ্যান্ড্রয়েড ১০-এ ফিরে গেলে কেউউ রিয়েলমি ইউআই বেটা আপডেট পাবে না। যেহেতু রিয়েলমি এখন আর্লি অ্যাক্সেস ও বিটা বিল্ডের ঘোষণা করেছে। তাই স্টেবেল ভার্সন আরও কয়েকমাস পরে রোলআউট করা হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন