Realme X7 Max ভারতে আসার আগেই স্টোরেজ ও কালার ভ্যারিয়েন্ট ফাঁস

৪ঠা মে ভারতে পা রাখার কথা থাকলেও দেশে কোভিড পরিস্থিতির অবনতির কারণে Realme X7 Max স্মার্টফোনের লঞ্চ স্থগিত হয়ে যায়। তবে Realme আবার স্মার্টফোনটির আগমনের ইঙ্গিত দিয়ে টিজার প্রকাশ করা শুরু করছে। গতকালই, Realme টুইটারে নতুন একটি টিজার শেয়ার করে। সেখানে বলা হয়, কোম্পানি ভারতে MediaTek Dimensity 1200 প্রসেসরযুক্ত স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। হ্যান্ডসেটের নাম উল্লেখ না থাকলেও আমাদের বিশ্বাস, সেখানে Realme X7 Max এর কথাই বলা হয়েছে। কারণ কয়েক সপ্তাহ আগে ফোনটির রিটেল বক্সের ছবি ফাঁস হয়েছে। মনে করা হচ্ছে ফোনটি চীনে লঞ্চ হওয়া Realme GT Neo-এর রিব্র্যান্ডেড ভার্সন হবে।

Realme X7 Max এই মাসের শেষে বা জুনের প্রথমে লঞ্চ হবে বলে জল্পনা রয়েছে। ফলে লঞ্চের তারিখ এগিয়ে আসার সাথে সাথে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল সূত্র থেকে Realme X7 Max-এর বিষয়ে বিভিন্ন তথ্য সামনে আসছে। আজ, স্মার্টফোনটির স্টোরেজ ভ্যারিয়েন্টে এবং কালার অপশন সম্পর্কিত তথ্য সামনে এল।

Realme X7 Max এর স্টোরেজ ও কালার অপশন

টিপস্টার হিমাংশু জানিয়েছে, ভারতে রিয়েলমি এক্স৭ ম্যাক্স ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে। টিপস্টারের মতে, রিয়েলমি এক্স৭ ম্যাক্স তিনটি কালার অপশনে পাওয়া যাবে- মার্কারি সিলভার, অ্যাস্টোরয়েড ব্ল্যাক, এবং মিল্কি ওয়ে।

Realme X7 Max এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

এর আগে ফাঁস হওয়া রিটেল বক্সের ছবি থেকে জানা গিয়েছিল, আসন্ন Realme X7 Max ফোনে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে দেখা যাবে, যার স্ক্রিন রেজোলিউশন ২৪০০×১০৮০ পিক্সেল, আসপেক্ট রেশিও ২০:৯ এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ হবে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর দ্বারা চালিত হবে‌।

অন্য দিকে ফটোগ্রাফির জন্য Realme X7 Max ট্রিপল ক্যামেরা সেটআপ সহ আসবে — ৬৪ মেগাপিক্সেলের Sony IMX682 প্রাইমারি সেন্সর + ১১৯ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ২ মেগাপিক্সেলের  ম্যাক্রো সেন্সরসেলফি এবং ভিডিও কলের জন্য, ডিভাইসটিতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Realme X7 Max-এ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এটি ৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক Realme UI 2.0 ওএসের সাহায্যে চলবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন