Realme X7 Max ভারতের প্রথম ডায়মেনসিটি ১২০০ প্রসেসরের ফোন হিসাবে ৩১ মে লঞ্চ হচ্ছে

জল্পনা ছিলই যে Realme X7 Max শীঘ্রই ভারতে লঞ্চ হবে। সেই মতো আজ কোম্পানির তরফে ফোনটির লঞ্চের তারিখ ঘোষণা করা হল। আগামী ৩১ মে এই ফোনটি ভারতে পা রাখছে বলে জানিয়েছেন রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ। রিয়েলমি এক্স৭ ম্যাক্স ভারতের প্রথম মিডিয়াটেক ডায়মেনসিটি ১২০০ প্রসেসরের ফোন হবে। অনুমান করা হচ্ছে, এই ফোনটি মার্চে চীনে লঞ্চ হওয়া Realme GT Neo এর রিব্র্যান্ডেড ভার্সন হবে।

আজ রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ, তার টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করে ‌জানিয়েছেন, Realme X7 Max আগামী ৩১ মে দুপুর ১২ টা ৩০ মিনিটে ভারতে লঞ্চ হবে। উল্লেখ্য গত ৪ মে ফোনটির ভারতে লঞ্চ হওয়ার কথা ছিল। যদিও করোনা আবহে এই লঞ্চ ইভেন্ট বাতিল করা হয়। তবে কয়েকদিন আগে কোম্পানির তরফে ফোনটির টিজার শেয়ার করা হয়েছিল। যার পরে নিশ্চিত ছিল ফোনটি দ্রুত বাজারে আসবে।

Realme X7 Max এর দাম (সম্ভাব্য)

রিপোর্ট অনুযায়ী, ভারতে রিয়েলমি এক্স৭ ম্যাক্স-এর দাম শুরু হবে ২৭,৯৯৯ টাকা থেকে। এই মূল্য রাখা হবে ফোনটির ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের। আবার এটির ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ৩০,৯৯৯ টাকায় পাওয়া যাবে। ফোনটি মার্কারি সিলভার, অ্যাস্টোরয়েড ব্ল্যাক, এবং মিল্কি ওয়ে কালারে আসতে পারে।

Realme X7 Max এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

যেহেতু ফোনটি Realme GT Neo-এর রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে জল্পনা রয়েছে, তাই দুটি ফোনের স্পেসিফিকেশনের মধ্যে বিরাট কোন পার্থক্য থাকবে না। সেক্ষেত্রে রিয়েলমি এক্স৭ ম্যাক্স ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর, Sony IMX682 প্রাইমারি সেন্সর যুক্ত ৬৪ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, ৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ১১ ভিত্তিক Realme UI 2.0 ওএস থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন