Realme X7 Max প্রি-অর্ডার করলে বিনামূল্যে মিলবে ২ হাজার টাকার ইয়ারবাড

রিয়েলমি আগামীকাল Realme X7 Max স্মার্টফোন ভারতে লঞ্চ করতে চলেছে৷ ফোনটি মার্চে চীনে লঞ্চ হওয়া Reame GT Neo-এর রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে জল্পনা চলছে। ইতিমধ্যেই জানা গেছে, Realme X7 Max ফ্লিপকার্ট থেকে এক্সক্লুসিভ ভাবে পাওয়া যাবে। এবার লঞ্চের আগেই Realme ফোনটির প্রি-অর্ডার অফার ঘোষণা করেছে। আবার Realme-এর সিইও মাধব শেঠ বলেছেন, প্রাইস রেঞ্জে অন্যান্য মডেলের তুলনায় Realme X7 Max সবচেয়ে বেশি সংখ্যক 5G ব্যান্ড সাপোর্ট করবে।

Realme X7 Max প্রি-অর্ডার অফার

যারা Realme X7 Max এখন প্রি-অর্ডার করবেন, তারা ১,৯৯৯ টাকা মূল্যের Realme Buds Q ইয়ারবাডস ‘ফ্রি’-তে পেয়ে যাবেন। উল্লেখ্য, লঞ্চের দিন থেকেই প্রি-অর্ডার শুরু হয়ে যাবে। ৩ জুনের আগে ডিভাইসটি প্রি-বুক করলে তবেই ইয়াবাডসটি বিনামূল্যে পাওয়া যাবে।

Realme X7 Max ফোনে মোট ৭টি 5G ব্যান্ড সাপোর্ট করবে

রিয়েলমির সিইও মাধব শেট টুইটারে ঘোষণা করেছেন যে, আপকামিং রিয়েলমি এক্স৭ ম্যাক্স ফোনে মোট ৭টি ৫জি ব্যান্ড সাপোর্ট করবে। উল্লেখ্য, ৩০ হাজার-৪০ হাজার প্রাইস রেঞ্জ সেগমেন্টে এমআই ১১এক্স, এমআই ১১এক্স প্রো বা ওয়ানপ্লাস ৯আর-এ ১-২টি ৫জি ব্যান্ড সাপোর্ট রয়েছে। ফলে রিয়েলমি এক্স৭ ম্যাক্স তার বিভাগে সর্বাধিক সংখ্যক ৫জি ব্যান্ড সাপোর্ট করতে সক্ষম হবে।

Realme X7 Max: স্পেসিফিকেশন

ফ্লিপকার্ট লিস্টিং অনুসারে রিয়েলমি এক্স৭ ম্যাক্স ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে সহ আসবে। ডিসপ্লের সাইজ যদিও বলা হয়নি। তবে এই ডিসপ্লেতে ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১,০০০ নিটস পিক ব্রাইটনেস ও ১০০ শতাংশ ডিসিআই-পি৩ কালার গামুট সাপোর্ট করবে।

রিয়েলমি এক্স৭ ম্যাক্স-এ ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে। এগুলি হল ৬৪ মেগাপিক্সেল Sony IMX682 প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। রিয়ার ক্যামেরা ডাইনামিক বোকেহ ফিচার সহ আসবে।

রিয়েলমি এক্স৭ ম্যাক্স ফোনে ৫০ ওয়াট সুপারডার্ট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যা এর ব্যাটারিকে ১৬ মিনিটের মধ্যেই ৫০ শতাংশ চার্জ করে দেবে। এছাড়া ফোনটি তিনটি কালার অপশনে আসবে, এবং ফোনটির ওজন ১৭৯ গ্রাম ও এটি ৮.৪ মিমি সরু হবে।

Realme X7 Max এর দাম (সম্ভাব্য)

রিপোর্ট অনুযায়ী, ভারতে রিয়েলমি এক্স৭ ম্যাক্স-এর দাম শুরু হবে ২৭,৯৯৯ টাকা থেকে। এই মূল্য রাখা হবে ফোনটির ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের। আবার এটির ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ৩০,৯৯৯ টাকায় পাওয়া যাবে। ফোনটি মার্কারি সিলভার, অ্যাস্টোরয়েড ব্ল্যাক, এবং মিল্কি ওয়ে কালার অপশনে আসতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন