Realme X7 Max 5G ফোন কেনার সেরা সময়, সীমিত সময়ের জন্য পাওয়া যাচ্ছে ২,০০০ টাকা ছাড়

একটি নতুন হ্যান্ডসেট কেনার ক্ষেত্রে যদি বাজেট নিয়ে আপনার মাথাব্যথা না থাকে, তাহলে Realme X7 Max 5G স্মার্টফোনটি কেনার পরামর্শ দেব আমরা। কারণ এই ফোনে পাওয়া যাবে, এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ চিপসেট, ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ নানাবিধ ফিচার। আবার স্মার্টফোনটি সীমিত সময়ের জন্য ২,০০০ টাকা ডিসকাউন্টে কেনা যাবে। শুধু তাই নয়, নো কস্ট ইএমআই এবং ব্যাঙ্ক কার্ড অফারের মতো সুবিধাও Realme X7 Max 5G ফোনের ওপর উপলব্ধ থাকছে। ফলে ফোনটি অনেকটাই সস্তায় পকেটস্থ করার সুযোগ রয়েছে। আসুন Realme X7 Max 5G ফোনের দাম, অফার এবং যাবতীয় স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Realme X7 Max 5G স্পেসিফিকেশন

ডিসপ্লে : রিয়েলমি এক্স৭ ম্যাক্স ৫জি স্মার্টফোনে, ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের, টাচ স্যাম্পলিং রেট ৩৬০ হার্টজ, রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং স্ক্রিন-টু-বডি রেশিও ৯১.৭%।

প্রসেসর, র‍্যাম এবং স্টোরেজ : মাল্টিটাস্কিং এবং ফাস্ট-পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনটি, ARM G77 MC9 জিপিইউ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর দ্বারা চালিত হবে। আর এতে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে।

ক্যামেরা : রিয়েলমি এক্স৭ ম্যাক্স ৫জি স্মার্টফোনের ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা আছে। এগুলি হল, ৬৪ মেগাপিক্সেল Sony IMX682 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর সেলফি বা ভিডিও কল করার জন্য ফোনের ডিসপ্লের উপরি ভাগে, ১৬ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকছে।

কানেক্টিভিটি ও সেন্সর : কানেক্টিভিটি অপশনের মধ্যে, ডুয়েল ওয়াই-ফাই, ডুয়েল মোড ৫জি, জিপিএস, ব্লুটুথ ৫.১, ইউএসবি টাইপ-সি পোর্ট, ডুয়েল ন্যানো-সিম কার্ড স্লট এবং ৩.৫ মিমি দৈর্ঘ্যের একটি হেডফোন জ্যাক সামিল আছে। আর প্রাইভেসি বজায় রাখার জন্য ইউজাররা এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন।

ব্যাটারি : পাওয়ার ব্যাকআপের জন্য এতে, ৫০ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সহ ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাব। এই ব্যাটারি ১৬ মিনিটের স্বল্প চার্জে ৫০% পর্যন্ত চার্জ হবে, বলে রিয়েলমির দাবি।

Realme X7 Max 5G দাম

রিয়েলমির এই লেটেস্ট ৫জি স্মার্টফোনকে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে, ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের প্রকৃত মূল্য ২৬,৯৯৯ টাকা হলেও, এখন এটিকে ২,০০০ টাকার ছাড়ের সাথে ২৪,৯৯৯ টাকায় উপলব্ধ করা হয়েছে। আর, ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২,০০০ টাকার ডিসকাউন্টের পর ২৭,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। আগামী ৩১শে অগাস্ট পর্যন্ত এই দামের ফোনটি কেনা যাবে।

Realme X7 Max 5G অন্যান্য অফার

এই স্মার্টফোনটি কেনার সময় ক্রেতারা ডিসকাউন্টের পাশাপাশি কিছু অফারেরও লাভ ওঠাতে পারবেন। যেমন, Bajaj Finserv এবং বাছাই করা কয়েকটি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে নো-কস্ট ইএমআই-এর সুবিধা পাওয়া যাবে। সেক্ষেত্রে, ক্রেতাদের ৩ মাস বা ৬ মাসের মধ্যে ইএমআই শোধ করতে হবে। আবার, MobiKwik অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলে ২০০ টাকা ক্যাশব্যাক দেওয়া হবে। এর জন্য, পেমেন্ট করার সময়ে KWIK200 কোডটি ব্যবহার করতে হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন