ভারতে আসার আগেই Realme X7 Max এর দাম ফাঁস, কিনতে কত খসাতে হবে জেনে নিন

কোম্পানির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে পরিকল্পনা ছিল ৪ঠা মে Realme এদেশে একটি বিশেষ ইভেন্টের আয়োজন করবে। আর সেখানে বিভিন্ন প্রোডাক্টের পাশাপাশি Realme X7 Max স্মার্টফোন লঞ্চ করা হবে। কিন্তু দেশে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ফলে উদ্ভুত পরিস্থিতি কথা মাথায় রেখেই Realme লঞ্চ প্রোগ্রামটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। তবে গত পরশুদিন, Realme টুইটারে MediaTek Dimensity 1200 প্রসেসরযুক্ত একটি নামহীন স্মার্টফোনকে টিজ করেছিল। এটি যে Realme X7 Max, তা নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই। আবার এটি ফোনটি চীনে লঞ্চ হওয়া Realme GT Neo-এর রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে জল্পনা রয়েছে৷ এদিকে গতকাল এক টিপস্টার Realme X7 Max-এর স্টোরেজ অপশন ও কালার ভ্যারিয়েন্ট ফাঁস করেছিলেন। এখন নতুন রিপোর্ট মারফত ডিভাইসটির দাম সামনে এল।

মাইস্মার্টপ্রাইসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে রিয়েলমি এক্স৭ ম্যাক্স-এর দাম শুরু হবে ২৭,৯৯৯ টাকা থেকে। এটি স্মার্টফোনটির ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম। আবার এটি ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে৷ যার দাম হবে ৩০,৯৯৯ টাকা। মাইস্মার্টপ্রাইস মনে করছে, Realme X7 Max জুনের প্রথম সপ্তাহে ভারতে লঞ্চ হতে পারে।

প্রসঙ্গত, টিপস্টার হিমাংশু জানিয়েছিল, ভারতে রিয়েলমি এক্স৭ ম্যাক্স ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে। তাঁর মতে, রিয়েলমি এক্স৭ ম্যাক্স তিনটি কালার অপশনে পাওয়া যাবে- মার্কারি সিলভার, অ্যাস্টোরয়েড ব্ল্যাক, এবং মিল্কি ওয়ে।

Realme X7 Max এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

এর আগে ফাঁস হওয়া রিটেল বক্সের ছবি থেকে জানা গিয়েছিল, Realme X7 Max ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে সহ আসবে। এটি ফুল এইচডি+ (২৪০০×১০৮০ পিক্সেল) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর দ্বারা চালিত হবে‌।

অন্য দিকে ফটোগ্রাফির জন্য Realme X7 Max-এর ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা থাকবে — ৬৪ মেগাপিক্সেল Sony IMX682 প্রাইমারি সেন্সর + ১১৯ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি এবং ভিডিও কলের জন্য, ডিভাইসটিতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য Realme X7 Max-এ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এটি ৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক Realme UI 2.0 ওএসের সাহায্যে চলবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Shuvro

ডিজিটাল সাংবাদিকতায় চার বছরের অভিজ্ঞতা শুভ্রর। প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোন এবং অটোমোবাইল পছন্দের বিষয়। নির্ভুল ও তথ্যসমৃদ্ধ লেখা পাঠকদের সামনে উপস্থাপন করতে ভালবাসেন শুভ্র। বর্তমানে টেকগাপে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে কর্মরত তিনি।

Share
Published by
Shuvro

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 25 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমের রিডিম কোড দেখুন

আপনি যদি Garena Free Fire-এর নিয়মিত প্লেয়ার হন, তাহলে ফ্রি ফায়ার ডায়মন্ডের গুরুত্ব নিশ্চয়ই জানেন।…

43 mins ago

Honor Magic V3: এত হালকা ও পাতলা ফোল্ডেবল ফোন‌ দেখেননি, তাসের ইমারতও ভেঙে পড়ছে না

অনার এর ফোল্ডেবল ফোন Honor Magic V3 বিশ্বব্যাপী লঞ্চের আগে বিশ্ব রেকর্ড করল। আসন্ন আইএফএ…

50 mins ago

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

3 hours ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

3 hours ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

4 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

4 hours ago