ভারতে লঞ্চ হওয়ার কয়েকঘন্টা আগেই Realme X7 Max এর দাম ফাঁস

আজই ভারতে লঞ্চ হবে Realme X7 Max। ইতিমধ্যেই জানা গেছে ফোনটি গত মার্চে লঞ্চ হওয়া Realme GT Neo এর রিব্র্যান্ডেড ভার্সন হবে। এতে থাকবে Mediatek Dimensity 1200 প্রসেসর। আবার ফোনটি Flipkart ও Realme.com থেকে পাওয়া যাবে। তবে লঞ্চের কয়েক ঘণ্টা আগে Realme X7 Max এর দাম ফাঁস হয়ে গেল। Sangeetha Mobile ওয়েবসাইট থেকে ফোনটির মূল্য সামনে আনা হয়েছে।

ভারতে Realme X7 Max এর দাম শুরু হবে ২৬,৯৯৯ টাকা থেকে

Sangeetha Mobiles এর লিস্টিং অনুযায়ী, Realme X7 Max ভারতের দুটি স্টোরেজ ভ্যরিয়েন্টৈ পাওয়া যাবে – 8 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ। এর মধ্যে 8 জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 26,999 টাকা। আবার 12 জিবি ভ্যারিয়েন্ট কিনতে খরচ করতে হবে 29,999 টাকা।

উল্লেখ্য এর আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, Realme X7 Max এর এই দুটি ভ্যারিয়েন্ট কিনতে খরচ করতে হবে 27,999 টাকা ও 29,999 টাকা।

এদিকে আজ থেকেই ফোনটির প্রি-অর্ডার শুরু হবে। প্রি-অর্ডারকারীরা 1,999 টাকা মূল্যের Realme Buds Q ইয়ারবাডস ‘ফ্রি’-তে পেয়ে যাবেন। আগামী 3 জুন পর্যন্ত ফোনটি প্রি-অর্ডার করা যাবে। ফোনটি তিনটি কালারে পাওয়া যাবে- মার্কারি সিলভার, অ্যাস্টোরয়েড ব্ল্যাক, এবং মিল্কি ওয়ে।

Realme X7 Max Price in India

Realme X7 Max: স্পেসিফিকেশন

আগেই বলেছি এই ফোনটি Realme GT Neo এর রিব্র্যান্ডেড ভার্সন হবে। সেক্ষেত্রে দুটি ফোনের স্পেসিফিকেশনের মধ্যে কোন পার্থক্য থাকবে না বলে আমাদের অনুমান। এছাড়াও Flipkart থেকে জানা গেছে Realme X7 Max ফোনে ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লে 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1,000 নিটস পিক ব্রাইটনেস ও 100 শতাংশ ডিসিআই-পি৩ কালার গামুট অফার করবে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরাগুলি হল 64 মেগাপিক্সেল Sony IMX682 প্রাইমারি সেন্সর + 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স + 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। রিয়ার ক্যামেরা ডাইনামিক বোকেহ ফিচার সহ আসবে। এই ফোনে 50 ওয়াট সুপারডার্ট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন