Red Magic 7S Pro এবার গ্লোবাল মার্কেটেও এন্ট্রি নিল, রয়েছে একঝাঁক গেমিং কেন্দ্রিক ফিচার

চলতি মাসের শুরুর দিকে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা নুবিয়া (Nubia)-এর গেমিং-কেন্দ্রিক সাব-ব্র্যান্ড রেড ম্যাজিক (Red Magic) চীনে লঞ্চ করে তাদের Red Magic 7S সিরিজটি। এই লাইনআপের অধীনে Red Magic 7S এবং Red Magic 7S Pro-মডেল দুটি বাজারে আত্মপ্রকাশ করে। আর এখন, সংস্থাটি এর মধ্যে থেকে Red Magic 7S Pro হ্যান্ডসেটটি বিশ্ববাজারে উন্মোচন করেছে। এটি অ্যামোলেড ডিসপ্লে, Snapdragon 8+ Gen 1 প্রসেসর, ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে এসেছে। আসুন গ্লোবাল মার্কেটে Red Magic 7S Pro-এর মূল্য, ফিচার এবং স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

রেড ম্যাজিক ৭এস প্রো-এর মূল্য এবং লভ্যতা (Red Magic 7S Pro Price and Availability)

রেড ম্যাজিক ৭এস প্রো-এর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ৭৭৯ ইউরো/৬৬৯ পাউন্ড/৭২৯ ডলার (প্রায় ৬৬,০০০ টাকা)। এই মডেলটি শুধুমাত্র অবসিডিয়ান কালার অপশনে পাওয়া যাবে। অন্যদিকে, রেড ম্যাজিক ৭এস প্রো-এর ১৮ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৯৪৯ ইউরো/৮০৯ পাউন্ড/৮৯৯ ডলার (প্রায় ৭৭,০০০ টাকা)। এই মডেলটি আবার সুপারনোভা এবং মার্কারি-এই দুটি কালার অপশনে বেছে নেওয়া যাবে। রেড ম্যাজিক ৭এস প্রো-এর প্রি-অর্ডার প্রক্রিয়া শুরু হচ্ছে ২ আগস্ট থেকে এবং আগামী ৯ আগস্ট থেকে এটির শিপিং শুরু হবে।

রেড ম্যাজিক ৭এস প্রো-এর স্পেসিফিকেশন (Red Magic 7S Pro Specifications)

রেড ম্যাজিক ৭এস প্রো-এ আছে ৬.৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। স্মার্টফোনটি রেড ম্যাজিক x কোয়ালকম এলটিএম ডিমিং প্রযুক্তির সাথে এসেছে। এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট। এই প্রসেসরের সাথে যুক্ত রয়েছে কোম্পানির নিজস্ব রেড কোর ১ গেমিং চিপটিও, যা ডিভাইসের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করবে। রেড ম্যাজিক ৭এস প্রো একটি উন্নত আইস ১০.০ কুলিং সিস্টেম অফার করে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রেড ম্যাজিক ৫.০ (Red Magic 5.0) কাস্টম ইউজার ইন্টারফেসে রান করে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য, Red Magic 7S Pro-এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স উপস্থিত রয়েছে। ক্যামেরা সেটআপের মধ্যে একটি এলইডি ফ্ল্যাশও মিলবে। আর সেলফি তোলা ও ভিডিও চ্যাটের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলে ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Red Magic 7S Pro-তে ১৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তবে এর রিটেইল বক্সে একটি ১৬৫ ওয়াট গ্যালিয়াম নাইট্রাইড চার্জিং ব্রিক অন্তর্ভুক্ত রয়েছে৷