RedRail: অনলাইন ট্রেন টিকিট বুকিংয়ের নয়া ঠিকানা এখন রেডবাস-এর রেডরেল

Make My Trip গ্ৰুপের একটি অন্যতম অংশ RedBus, সম্প্রতি অনলাইন রেল টিকিট বুকিং পরিষেবা প্রদানের জন্য একটি নতুন অ্যাপ লঞ্চ করলো৷ সদ্য উন্মোচিত RedRail অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা নির্বিঘ্নে ডিজিটাল পদ্ধতিতে ট্রেনের টিকিট আগাম বুক করতে পারবেন। সেক্ষেত্রে, আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে অনলাইন মোডে সংরক্ষিত মোট রেল টিকিটের ১০-১৫% এই নয়া অ্যাপের মাধ্যমেই বুক করা হবে বলে আশান্বিত অনলাইন বাস টিকেট বুকিং প্ল্যাটফর্মটির কর্মকর্তা।

ভারতে RedRail অনলাইন ট্রেন টিকিট বুকিং অ্যাপ চালু করলো RedBus

এই নতুন অ্যাপের বিষয়ে রেডবাসের সিইও প্রকাশ সঙ্গম মন্তব্য, “স্ট্যান্ডএলোন রেডরেল অ্যাপের লঞ্চ করার এটা ছিল উপযুক্ত সময়, কারণ গত দুই বছরে বাস এবং ট্রেন উভয় বিভাগেই ডিজিটাল টিকিট বুকিংয়ের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। অনলাইন ট্রেন টিকিট বুকিং মার্কেটে বর্তমানে সারা দেশ জুড়ে প্রায় এক মিলিয়ন দৈনিক লেনদেন হয়ে থাকে, যা একটা বিশাল সুযোগ অফার করবে আমাদের।”

সংস্থার তরফ থেকে আরও বলা হয়েছে যে, রেডবাসের নিজস্ব গ্রাহকবেসকে সামনে রেখে আশা করা হচ্ছে, রেডরেলও আগামী দিনে বৃহৎ জনগোষ্ঠীর নির্ভরতার কেন্দ্র হয়ে উঠবে। পাশাপাশি, “আমাদের বাস টিকিটিং প্ল্যাটফর্ম ইতিমধ্যেই ইন্টারসিটি বাস বিভাগে উল্লেখযোগ্য নেতৃত্ব অর্জন করেছে, এবং আমরা এখন অনলাইন ট্রেন বিভাগেও জায়গা করে নিতে কাজ করব। আমরা আশা করছি যে, অনলাইনে রেল টিকিট বুকিংয়ের মোট মূল্যে রেডরেল ১০-১৫ শতাংশ অবদান রাখবে।” প্রসঙ্গত, দেশবাসীর সুবিধার্থে রেডবাস ৫-৬টি স্থানীয় ভাষায় তাদের এই নয়া অ্যাপ চালু করার পরিকল্পনা করেছে বলে জানা গেছে।

যারা অবগত নন তাদের জানিয়ে দিই যে, রেডবাস হল একটি অন্যতম জনপ্রিয় তথা বৃহত্তম অনলাইন বাস টিকিট বুকিং অ্যাপ। আর এই প্ল্যাটফর্মটিরই অংশ হল রেডরেল অ্যাপ। যদিও, রেডরেল ‘অনলাইন ট্রেন টিকিটিং সার্ভিস’ প্রদানকারী একমাত্র প্ল্যাটফর্ম নয়। ইতিমধ্যেই IRCTC, yatra.com, Ixigo, PayTm সহ অন্যান্য অ্যাপ তাদের শিকড় গেড়ে বসে আছে এই সেগমেন্টে। ফলে, রেডরেলের জন্য নিজের স্বতন্ত্র জায়গা বানানো একটু কঠিন হবে বলেই মনে হচ্ছে। যাইহোক, বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া একটি সাক্ষাত্কারে, “রেডরেল ব্যবহারকারীর অভিজ্ঞতার উপর অধিক ফোকাস করবে।” এমন ‘মার্কেটিং স্ট্রাটেজির’ কথাই উল্লেখ করেছেন রেডবাস তথা রেডরেলের সিইও।

“গত দুই বছরে, বহু একত্রীকরণ হয়েছে। কিছু কোম্পানি একে অপরের সাথে একীভূত হয়েছে, কিছু কোম্পানি তাদের ফোকাস এক বিভাগ থেকে অপর বিভাগে স্থানান্তর করেছে — ফলস্বরূপ বিগত সময়ে বহু পরিবর্তন দেখা গেছে। তাছাড়াও, দামের ক্ষেত্রেও যৌক্তিকতা অনেকটাই এসেছে। ফলে এখন, বিজয়ী হবে একমাত্র সেই পণ্যগুলি, যেগুলি সম্পূর্ণরূপে প্রোডাক্ট স্ট্রেনথ এবং গ্রাহকের অভিজ্ঞতার উপর নির্ভর করবে৷” এমনটাই বিশ্বাস রাখেন প্রকাশ সঙ্গম। তাই, এই মূল মন্ত্র এবং একাধিক প্রতিদ্বন্দ্বীকে সামনে রেখে রেল সেগমেন্টে এন্ট্রি করতে রেডরেল পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন রেডবাসের কর্মকর্তা।

Subheccha Das Poddar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

9 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

9 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

10 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

12 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

13 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

13 hours ago