Redmi 10 ও Poco M4 Pro সীমিত সময়ের জন্য পাওয়া যাচ্ছে ২৭ শতাংশ ডিসকাউন্টে

Flipkart Big Bachat Dhamaal Sale : আপনি যদি একটি স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তবে এটাই সবচেয়ে উপযুক্ত সময়। কেননা, ই-কমার্স সাইট Flipkart ‘Big Bachat Dhamaal’ নামের একটি নতুন সেলের সাথে হাজির হয়ে গেছে। এই সেলটি ইতিমধ্যেই অর্থাৎ আজ থেকে শুরু হয়ে গেছে এবং চলবে আগামী ২২শে মে পর্যন্ত। এই সময়কালে, ফ্যাশন, ইলেকট্রনিক্স এবং মোবাইল সেগমেন্টের ক্ষেত্রে বিশেষ ছাড় অফার করা হবে। যদিও, সর্বাধিক নজর কাড়ছে স্মার্টফোন ক্যাটাগরি। কেননা, সেল চলাকালীন একাধিক নামিদামি ব্র্যান্ডের স্মার্টফোনকে ভারী ডিসকাউন্ট ও আকর্ষণীয় ডিলের সাথে বিক্রি করা হবে। সেক্ষেত্রে, আজ আমরা সদ্য লাইভ হওয়া এই সেলে বাজেট রেঞ্জে উপলব্ধ এমন দুটি স্মার্টফোনের সম্পর্কে জানাবো, যেগুলির সাথে ২৭% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া, এক্সচেঞ্জ বোনাস ও ব্যাঙ্ক অফারের সুবিধাও পাওয়া যাবে। চলুন Flipkart Big Bachat Dhamaal Sale -এ অফারের সাথে উপলব্ধ বাজেট স্মার্টফোনের দাম ও ফিচার সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

Flipkart Big Bachat Dhamaal সেলে বাজেট স্মার্টফোনের উপর অফার

Redmi 10 : ভারতে রেডমি ১০ স্মার্টফোনের ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ১৪,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল। কিন্তু চলমান ফ্লিপকার্ট সেলে এটিকে অবিশ্বাস্য ২৬% ডিসকাউন্টের সাথে মাত্র ১০,৯৯৯ টাকায় কিনে নেওয়া যাবে। ডিসকাউন্টের পাশাপাশি বেশ কয়েকটি ব্যাঙ্ক অফারও উপলব্ধ করা হয়েছে ফোনটির সাথে। যেমন, Flipkart Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে ৫% পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হবে। আর পুরোনো মোবাইলের পরিবর্তে এই নয়া হ্যান্ডসেটটি কিনলে মিলবে ১০,২৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস। যদিও এই পুরো এক্সচেঞ্জ ভ্যালু হস্তগত করার জন্য পুরানো ফোনের অভ্যন্তরীণ ও বাহ্যিক অবস্থা ভালো হতে হবে।

ফিচার : Redmi 10 স্মাটফোনে, কর্নিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন সহ একটি ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ২০.৬:৯ এসপেক্ট রেশিও ও ৪০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। এই ডিসপ্লের ডিজাইন ড্রপ নচ স্টাইল। ফাস্ট পারফরম্যান্স সরবরাহ করার জন্য উক্ত ডিভাইসটি, এড্রেনো ৬১০ জিপিইউ এবং অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর সহ এসেছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিন পাওয়া যাবে। তদুপরি, ফটোগ্রাফির জন্য রেডমি ১০ ফোনে LED ফ্ল্যাশ লাইট সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এগুলি হল, এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর৷ একই ভাবে, সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, ফোনে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য রেডমি ১০ স্মার্টফোনে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া, সিকিউরিটির জন্য এই হ্যান্ডসেটে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিদ্যমান।

POCO M4 Pro : পোকো এম৪ প্রো ফোনের ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ অপশনের দাম ১৭,৯৯৯ টাকা। তবে ‘ফ্লিপকার্ট বিগ বাচাত ধামাল’ সেলে এই মডেলের সাথে ফ্লাট ২৭ % ডিসকাউন্ট অফার করা হচ্ছে। যারপর, ফোনটিকে মাত্র ১২,৯৯৯ টাকায় কিনে নিতে পারবেন আপনারা। এছাড়া, নির্বাচিত ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহার করে পোকো আনীত এই ফোনটি কিনলে দেওয়া হবে ১,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এছাড়া, পুরোনো মোবাইলের পরিবর্তে এই নয়া হ্যান্ডসেট কেনার ক্ষেত্রে ক্রেতারা ১২,২৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেয়ে যাবেন।

ফিচার : POCO M4 Pro স্মার্টফোনে গরিলা গ্লাস ৩ প্রটেকশন সহ একটি ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০×২,৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লে, ১,০০০ নিট পিক ব্রাইটনেস, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৪০৯ পিপিআই পিক্সেল ডেন্সিটি এবং ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। উক্ত ডিভাইসে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করবে। উল্লেখ্য, নির্ধারিত র‌্যাম ছাড়াও এতে ডায়নামিক র‌্যামের সাপোর্টও পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য পোকো এম৪ প্রো ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১১৮-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। একইভাবে, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসে মিলবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য পোকো এক্স৪ প্রো ফোনে, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজির সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া, সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ।